হোয়াইটওয়াশের সঙ্গে রেটিংয়ে অবনমন

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পাশাপাশি রেটিং হারানোর জ্বালায় পুড়তে হচ্ছে বাংলাদেশকে। মাশরাফিদের চারটি পয়েন্ট হারাতে হয়েছে।
শেষ ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটে হেরে যায়। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৩৬ রান তোলে লাল-সবুজের প্রতিনিধিরা। জবাবে ৯ ওভার হাতে রেখে ম্যাচ বের করে স্বাগতিক নিউজিল্যান্ড।
এই সিরিজ শুরুর আগে ৯৫ পয়েন্ট নিয়ে সাতে থাকা বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৯১।
ওয়ানডেতে আটে থাকা পাকিস্তানের রেটিং পয়েন্ট ৮৯। বাংলাদেশের থেকে মাত্র ২ রেটিং পয়েন্ট পিছিয়ে তারা। বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার সঙ্গে ৫টি ওয়ানডে খেলবে পাকিস্তান। আর সিরিজ জিতে বাংলাদেশকে টপকে যাওয়ার সম্ভাবনা থাকবে পাকিস্তানের। পাকিস্তানের পর নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৮৬।
বাংলাদেশ এই সফরে এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলবে। তারপর রয়েছে টেস্ট সিরিজ। নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে ৩ জানুয়ারি। বাংলাদেশ সময় দুপুর বারোটায়। ৬ জানুয়ারি দ্বিতীয় ম্যাচ। সকাল আটটায়। দুইদিন পর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল আটটায়।
টি-টোয়েন্টি সিরিজ শেষে দুটি টেস্ট। ওয়েলিংটন প্রথম ম্যাচ শুরু হবে আগামী ১২ জানুয়ারি। আর ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগামী ২০ জানুয়ারি। দুইটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়।
(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এএম)

মন্তব্য করুন