৩৮১ রান করেও হারতে বসেছিলো ভারত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০১৭, ২২:২৩| আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ২২:২৪
অ- অ+

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৮১ রান করেও হারতে বসেছিলো ভারত। কিন্তু শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে শেষমেশ ১৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বিরাট কোহলিরা। ৩৮২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নামা ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ৩৬৬ রান করে।

ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান ৮১ বল খেলে ১০২ রান করে আউট হন। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার নবম সেঞ্চুরি। এছাড়া জ্যাসন রয় ৮২, জো রুট ৫৪ ও মঈন আলী ৫৫ রান করেন। ভারতের পক্ষে রবীচন্দ্রন অশ্বিন ৩টি, জ্যাসপ্রীত বুমরাহ ২টি, রবীন্দ্র জাদেজা ১টি ও ভুবনেশ্বর কুমার ১টি করে উইকেট নেন।

বৃহস্পতিবার কুটাকের বারাবাটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩৮১ রান সংগ্রহ করে ভারত। এদিন ভারত ব্যাট করতে নেমে দলীয় ২৫ রানে তিন উইকেট হারিয়ে ফেলে। এরপর ২৫৬ রানের পার্টনারশীপ গড়েন মহেন্দ্র সিং ধোনি ও যুবরাজ সিং।

এদিন যুবরাজ সিং ওয়ানডেতে তার ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন। ১২৭ বল খেলে তিনি করেন ১৫০ রান। এই রান করতে তিনি ২১টি চার ও তিনটি ছয় মারেন। ওয়ানডে ক্যারিয়ারে এটি যুবরাজের ১৪তম সেঞ্চুরি। এর আগে ওয়ানডেতে এক ইনিংসে তার সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৩৯।

অন্যদিকে, ১২২ বল খেলে ১৩৪ রান করেন মহেন্দ্র সিং ধোনি। এই রান করতে তিনি দশটি চার ও ছয়টি ছয় মারেন। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার দশম সেঞ্চুরি। ইংল্যান্ডের পক্ষে ক্রিস ওয়েকস চারটি ও লিয়াম প্লানকেট ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন যুবরাজ সিং। সিরিজের প্রথম ম্যাচে ৩৫০ রান করেও হেরে গিয়েছিল ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ইনিংস: ৩৮১/৬ (৫০ ওভার)

(লোকেশ রাহুল ৫, শিখর ধাওয়ান ১১, বিরাট কোহলি ৮, যুবরাজ সিং ১৫০, মহেন্দ্র সিং ধোনি ১৩৪, কেদার যাদব ২২, হার্দিক পান্ডে ১৯*, রবীন্দ্র জাদেজা ১৬*; ক্রিস ওয়েকস ৪/৬০, লিয়াম প্লানকেট ২/৯১)।

ইংল্যান্ড ইনিংস: ৩৬৬/৮ (৫০ ওভার)

(জ্যাসন রয় ৮২, আলেক্স হেলস ১৪, জো রুট ৫৪, ইয়ন মরগ্যান ১০২, বেন স্টোকস ১, জস বাটলার ১০, মঈন আলী ৫৫, ক্রিস ওয়েকস ৫, লিয়াম প্লানকেট ২৬*, ডেভিড উইলে ৫*; রবীচন্দ্রন অশ্বিন ৩/৬৫, রবীন্দ্র জাদেজা ১/৪৫, জ্যাসপ্রীত বুমরাহ ২/৮১, ভুবনেশ্বর কুমার ১/৬৩)

(ঢাকাটাইমস/১৯ জানুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গ্রিন রোডে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, চাপাতিসহ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার 
যেকোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করবো: নাহিদ ইসলাম
আইএফআইসি ব্যাংকে ২৩৯ কর্মকর্তার পদোন্নতি প্রদান 
কুষ্টিয়ায় গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা