নেতাদের খাই খাই ভাব থাকলে চলবে না: কাদের

ময়মনসিংহ (আঞ্চলিক) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০১৭, ২০:০৯| আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ২১:২০
অ- অ+

নেতাদের নিজেদের কথা না ভেবে কর্মীদের জন্য ভাবার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দলকে শক্তিশালী করতে হলে কর্মী চাষ করতে হবে। জনগণের জন্য কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের স্মরণে শুক্রবার ময়মনসিংহে এক আলোচনায় ওবায়দুল কাদের একথা বলেন। তিনি বলেন, ‘নেতাদের খাই খাই ভাব থাকলে চলবে না। অর্থের প্রতি লোভ থাকলে চলবে না।’

আলোচনায় বিশৃঙ্খল পরিস্থিতি দেখে অসন্তোষ জানান ওবায়দুল কাদের। বলেন, ঢাকা মহানগরীতে সভা হলে প্রধান অতিথিকে সময় দেয়া হয়। কিন্তু ময়মনসিংহে এর উল্টো। স্মরণসভায় সঞ্চালকদের উদ্দেশ্যে বলেন, ‘সঞ্চালনা করতে গিয়ে এত বক্তব্য কীসের।’

আওয়ামী লীগের যাত্রা শুরুর পর থেকেই বৃহত্তর ময়মনসিংহে দলটির অবস্থান শক্তিশালী। দলের শীর্ষ নেতৃত্বে সব সময় এই অঞ্চলের নেতারা আছেন। আরও অনেক নেতা আছেন সুযোগের অপেক্ষায়। এই বিষয়টির প্রতি ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘ময়মনসিংহে নেতা আর নেতা, কর্মী নেই।’ নিজ দলের কর্মী উৎপাদন এবং দলে শৃঙ্খলা আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নেতা নেতা ভাব থাকলেই কি নেতা হওয়া যায়?’।

এ সময় উপজেলা পর্যায়ে দক্ষ কর্মীদের স্থান করে দেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।

শাকিলের স্মৃতিচারণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শাকিল ছিলেন, মেধাবী ও কবি। তিনি ছিলেন নির্লোভ। তার পরিবারে ২০ বছর আগে যে সম্পদ ছিলো এখনও তাই আছে। তারা ইচ্ছা করলে সম্পদ বাড়াতে পারতো।’

গত ৬ ডিসেম্বর রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্ট থেকে শাকিলের মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যু কীভাবে হয়েছে সেটি এখনও নিশ্চিত করে বলতে পারেনি চিকিৎসক। পরদিন ময়নাতদন্তে দেখা যায়, তার হার্ট ছিল স্বাভাবিকের চেয়ে বড়।

স্মরণ সভায় মূল আলোচক হিসাবে বক্তব্য দেন- স্থানীয় সংসদ সদস্য ধর্মমন্ত্রী মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন- আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দীপু মণি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, আওয়ামী লীগ সদস্য প্রতিমন্ত্রী মির্জা আজম, মারুফা আক্তার পপি, জেলা আওয়ামী লীগ সভাপতি ও শাকিলের বাবা জহিরুল হক।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/প্রতিনিধি/ডব্লিউবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড়ঘণ্টা রেলপথ অবরোধ 
জেফারের তীরে মিশ্র প্রতিক্রিয়া দর্শক-শ্রোতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা