একদিনের রিমান্ডে সানি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০১৭, ১৫:২৩| আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৭:৩৪
অ- অ+

জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে একদিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত। বিকেল তিনটার দিকে বিচারক প্রণব কুমার ভুঁই এই নির্দেশ দেন।

এর আগে পুলিশের পক্ষ থেকে পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়।

সকালে ঢাকাটাইমসকে পুলিশের একটি সূত্র জানায়, বান্ধবীর মামলায় ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াহিয়া আহমেদ বলছেন, ওই তরুণীর নাম নাসরিন সুলতানা। তিনি নিজেকে সানির স্ত্রী হিসেবে দাবি করছেন। তিনি আরো বলেন, সানি ফেসবুকে নাসরিনের নামে একটি ফেক আইডি খুলেছিলেন। সেই আইডিতে ওই তরুণীর অন্তরঙ্গ ছবি পোস্ট করেন। পরে ওই তরুণী বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।

চলতি মাসের ৫ তারিখে সানির বিরুদ্ধে মামলাটি করা হয় বলে জানিয়েছেন ইয়াহিয়া আহমেদ।

সানি সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে মাঠে নামেন। ওই সময় অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে তাসকিনের সঙ্গে তিনি নিষেধাজ্ঞার মুখে পড়েন। পরে অ্যাকশন বদল করে ফিরে আসলেও জাতীয় দলে ঢুকতে পারেননি।

এই স্পিনার সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ সালের ১১ নভেম্বর। জিম্বাবুয়ের বিপক্ষে।

স্থানীয়রা বলছেন, নাসরিন সুলতানার সঙ্গে ২০১০ সালে বিয়ে হয় সানির। তারপর বেশ কয়েক মাস ধরে তারা আলাদা থাকছিলেন।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজাদ জম্মু-কাশ্মীরের বাসিন্দারা ঘরে ফিরেছেন, ‘ভারতের উপর বিশ্বাস নেই', তাই বাঙ্কার রেখেছেন
স্বর্ণকণার জাদু: রেটিনাল রোগে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারে সোনার ন্যানোপার্টিকল
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজার ৫৭০ বাংলাদেশি
‘জুলাই গণহত্যা’: শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা