গোয়েন্দাদের কাছে তথ্য ফাঁস করেন বিএনপি নেতারা: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০১৭, ১৮:৩৭| আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ২৩:১৩
অ- অ+
ফাইল ছবি

জেল-জলুমের ভয়ে বিএনপি নেতারা তাদের দলের গোপন তথ্য গোয়েন্দা সংস্থার কাছে ফাঁস করেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক প্রশ্নের জবাবে এ কথা জানান জনাব কাদের।

সোমবার বিকালে রাজধানীতে এক আলোচনায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ কথা বলেন।

পুরান ঢাকার বিকালে হোসনি দালানে ঢাকা মহানগর আওয়ামী লীগে সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

রবিবার যুবলীগের এক আলোচনায় তিনি বলেছিলেন, নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি গঠনে বিএনপি সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানের নাম দিয়েছে। কে এম হাসান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন জানিয়ে কাদের বলেন, হাসান সাহেব নিরপেক্ষ কি না।

একই দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অন্য একটি আলোচনায় বলেন, বিএনপি কে এম হাসানের নাম দিয়েছে এই তথ্য ওবায়দুল কাদের কীভাবে জানেন। রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে ওবায়দুল কাদের কোনো গোপন যোগাযোগ রাখেন কি না-সে প্রশ্নও তোলেন বিএনপি মহাসচিব। এর প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, `বিএনপির গোপন কথা জানতে কি আমাদের বঙ্গভবনের আশ্রয় নিতে হবে। বিএনপির গোপন কথা বলার জন্য বিএনপিই যথেষ্ট। যাদেরকে নিয়ে সংলাপে গেলেন, তাদের সবাইকে মির্জা ফখরুল সাহেব বিশ্বাস করেন?’।

ওবায়দুল কাদের বলেন, ‘অনেকের নামে মামলা আছে তো। জেল জুলুমের ভয়ে গোয়েন্দাদের কাছে তারা ঘরের কথা বলে। এই সূত্র ধরেতো অনেকেই জানার কথা।’

গত ১৮ ডিসেম্বর বঙ্গভবনে দলের শীর্ষস্থানীয় নয় জন নেতাকে নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যোগ দেন খালেদা জিয়া। সেদিন তারা কোনো নাম জমা দিয়েছিলেন কি না-সংলাপ শেষে এই তথ্য জানায়নি বিএনপি। বঙ্গভবনও কিছু জানায়নি।

মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘আগে নিজেরা নিজেদের উপর বিশ্বাস করুন, স্ববিরোধীতা পরিহার করে ইতিবাচক রাজনীতি করুন।’

ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য একেবারেই স্ববিরোধী। …‘আপনি একদিকে বলছেন গোপনীয়তা ভঙ্গ হয়েছে, আরেকদিকে বলছেন নাম পাঠাননি। এটা আপনার স্ববিরোধী অবস্থান। তিনি যখন বলছেন নাম পাঠাননি, তাহলে গোপনীয়তা ভঙ্গের বিষয়টি কেন আসলো?’।

জনাব কাদের বলেন, ‘আসলে তিনি (মির্জা ফখরুল ইসলাম) কথার ফাঁদে আটকে গেছেন। আবার আমাকে বলে বক্তব্য প্রত্যাহার করতে।’

ওবায়দুল কাদের কাদের বলেন, ‘আমি শুধু বলতে চেয়েছি আমাদের কোন চয়েস নাই। কিন্তু বিএনপির ইতিহাস বলে তাদের সবসময়ই সাংবিধানিক পদে সবসময়ই তাদের দলের লোক প্রয়োজন। তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ তো বিএনপির কেন্দ্রীয় নেতা ছিলেন। আর কে এম হাসান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। তাকে প্রধান উপদেষ্টা বানানোর জন্য বিচারপতিদের বয়স দুই বছর বাড়িয়েছেন। এত পেয়ারের লোক বেঁচে থাকতে তাদের (বিএনপি) চয়েজে থাকবে না তা কেমন করে হয়?’।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘রাষ্ট্রপতির কাছে আমাদের প্রত্যাশা হল নির্বাচন কমিশন ও সার্চ কমিটিতে তিনি যেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্যক্তিকে নিয়োগ দেন। তবে এটা সম্পূর্ণ রাষ্ট্রপতির এখতিয়ার।’

ঢাকাটাইমস/২৩জানুয়ারি/টিএ/ডব্লিউবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শুভ বুদ্ধপূর্ণিমা আজ
যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৭ হাজার ৮৩০ বাংলাদেশি
সোনার দাম কমলো, ভরি ১৭০৭৬১ টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা