‘শিক্ষাই পারে সুন্দর জাতি গঠন করতে’

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০১৭, ১৭:৫৪

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, ‘শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চা করতে না পারলে দেশে পূর্ণাঙ্গ মানুষ তৈরি করা সম্ভব নয়। সে লক্ষ্যে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। শিক্ষাই পারে একটি সুন্দর জাতি গঠন করতে।’

তিনি বুধবার দুপুরে কানসাট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দেশে সঠিক শিক্ষা ও সংস্কৃতির অভাবে গত বছর গুলশানের হলিআর্টিজানে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে।’

তিনি বলেন, ‘আমরা আমাদের সমাজে দানব সৃষ্টি করতে চাই না, চাই মানুষ সৃষ্টি করতে। তবেই বাস্তবায়িত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ।’

শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি সৈবুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী, শিক্ষা সচিব সোহরাব হোসেন, সমাজ কল্যাণ সচিব জিল্লার রহমান, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দিন মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম খাঁন প্রমুখ।

এর আগে প্রধান অতিথি শতবর্ষের কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন।

এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :