কোপা ডেল রে
সাত গোলের ম্যাচ জিতে সেমিতে বার্সা

নিজেদের মাঠে ফিরতি লেগে রিয়াল সোসিয়েদাদকে পেয়ে জ্বলে উঠল বার্সেলোনা। সোসিয়েদাদও চেষ্টা করলে বটে। কিন্তু পেরে ওঠেনি। দুই দল মিলে গোল করেছে ৭টি। এর মধ্যে পাঁচটি দিয়ে সেমিতে চলে গেছে বার্সা।
ম্যানচেস্টার সিটির সাবেক খেলোয়াড় ডেনিস সুয়ারেজ এই ম্যাচেও নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। দুটি গোল করে দলের জয়ে অবদান রাখেন।
প্রথম লেগে বার্সা জয় পেয়েছিল ১-০ গোলে। সব মিলিয়ে ৬-২ গোলের ব্যবধানে সেমিতে গেল এনরিকের ছেলেরা।
এই টুর্নামেন্ট থেকে ইতিমধ্যে ছিটকে গেছে রিয়াল মাদ্রিদ। তাই বার্সার সামনে সুযোগ থাকছে শিরোপাটি নিজের করার।
ডেনিস সুয়ারেজ গোল করেন ১৭তম মিনিটে। প্রথমার্ধে ওই একটি মাত্র গোলই হয়।
দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।
৬২তম মিনিটে সোসিয়েদাদের জোয়ানমি এক গোল শোধ দেন। ঠিক পরের মিনিটে সিনিয়র সুয়ারেজ অর্থাৎ লুইস সুয়ারেজ দলের হয়ে তৃতীয় গোল করেন। তুরান ৮০তম মিনিটে স্কোরশিটে নাম লেখালে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। দুই মিনিট পরে নিজের দ্বিতীয় গোল করে সোসিয়েদাদকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেন ওই ডেনিস সুয়ারেজ।
বিবিসি।
(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এএম)

মন্তব্য করুন