ইসিতে যাদের চেয়েছে বাসদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০১৭, ১৫:৩১| আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১৭:১৮
অ- অ+

অন্যান্য দলের মতো নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সার্চ কমিটির কাছে পাঁচজনের নাম দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। কঠোর গোপনীয়তার মধ্য সব দল নাম প্রস্তাব করায় নির্বাচন কমিশনে কোন দল কাদের নাম প্রস্তাব করেছেন তা জানা যায়নি। তবে বাসদের পক্ষ থেকে যে পাঁচজনের তালিকা দেয়া হয়েছে তাদের নাম জানা গেছে।

তারা হলেন- সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও পিএসসির সাবেক চেয়ারম্যান ড. সা'দাত হুসাইন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাসিম আখতার হোসাইন।

বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ঢাকাটাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সার্চ কমিটির আহ্বানে সাড়া দিয়ে মঙ্গলবার সকাল থেকেই সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে নিবন্ধিত রাজনৈতিক দলের পক্ষ থেকে নামের তালিকা দেয়া হয়। দুপুর পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামী লীগ,বিএনপি, জাতীয় পার্টি, জমিয়তে ওলামায়ে ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলিডিপি), ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ন্যাপ, ন্যাপ (মোজাফফর), জাসদ (ইনু),বিজেপি, খেলাফত আন্দোলন , বাংলাদেশ সমাজতান্ত্রিক দলসহ (বাসদ) ২৪টি রাজনৈতিক দল পাঁচজন করে নাম প্রস্তাব করে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ জানিয়েছেন,বেলা তিনটা পর্যন্ত দলগুলো নাম জমা দিতে পারবে। তবে দুপুর পর্যন্ত ২৪টি দল নাম জমা দিয়েছে।

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। পরে সার্চ কমিটির সদস্যরা বৈঠক করে নির্বাচন কমিশনের জন্য ৩১টি রাজনৈতিক দলের কাছে পাঁচজন করে নাম দেয়ার আহ্বান জানান।

তাদের আহ্বানে সাড়া দিয়ে নাম দেয়ার জন্য নিজেদের মধ্যে বৈঠক করেন রাজনৈতিক দলগুলোর হাইকমান্ড। তবে সবার কৌতুহল ছিলো কোন দল নির্বাচন কমিশনে কাদের নাম প্রস্তাব করে। কিন্তু সবদলই কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে সচিবালয়ে নাম প্রস্তাব করেছে।

জানা গেছে, বিএনপি জোটের শরিকদের মধ্যে যেসব দল নাম দিয়েছে তাদের গোপনীয়তা রক্ষার জন্য কড়া নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মন্ত্রিপরিষদে নাম জমা দেওয়া শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের কাছে নামের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘একটি খামে করে সৎ, যোগ্য, নিরপেক্ষ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পাঁচজনের নাম জমা দেওয়া হয়েছে।’ তবে কাদের নাম দেয়া হয়েছে তা বলেননি তিনি।

নামের ব্যাপারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হাইকমান্ডের দেয়া খামের মুখ বন্ধ থাকায় তাদের নাম বলতে পারছি না।

অন্যদিকে নাম দেয়ার পর বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়ার কাছে নামের ব্যাপারে জানতে চাইলে তিনি ঢাকাটাইমসকে বলেন,নাম বলায় নিষেধ আছে। তাই বলা যাচ্ছে না।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/বিইউ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ দেশে ফিরছেন খালেদা জিয়া, পথে পথে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা