শহীদদের প্রতি নতুন ইসির বিনম্র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:০৭
অ- অ+

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় নতুন চার নির্বাচন কমিশনারও নুরুল হুদার সঙ্গে ছিলেন।

শ্রদ্ধা জানানোর পর সিইসি নূরুল হুদা বলেন, একুশ আমাদের প্রেরণা, আমাদের উৎসাহ-উদ্দীপনা। তাই গণতন্ত্র বা এর মূল্যবোধ যাই বলি না কেন, এর মূলে রয়েছে একুশের চেতনা। তিনি বলেন, ভবিষ্যতে এই চেতনাগুলো যারা কাজে লাগাবে বা এরই মধ্যে যারা এর সঙ্গে সম্পৃক্ত, আমরা তাদের সাধুবাদ জানাই।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে গত ৬ ফেব্রুয়ারি নতুন নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এতে সিইসি করা হয় সাবেক সচিব কে এম নুরুল হুদাকে। কমিশনের অন্য সদস্যরা হলেন মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রি জে (অব.) শাহাদাৎ হোসেন।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপজেলা বিএনপি সভাপতির নির্দেশে ঢাবি ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের অভিযোগ
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৮তম সভা অনুষ্ঠিত
সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় সিআইডির অনুসন্ধান শুরু
ডাকসুর চূড়ান্ত তালিকা প্রকাশ: প্রতিদ্বন্দ্বিতায় সর্বমোট ৪৭১ জন প্রার্থী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা