শততম টেস্ট জয়ে দরকার ১৯১

চতুর্থ দিন দ্রুত ৬ উইকেট পড়ার পর বাংলার আকাশে-বাতাসে ভেসে ভেড়ায় জয়ের সুবাস। কিন্তু শ্রীলঙ্কার শেষটা এতটা উজ্জ্বল হবে সেটা কি জানা ছিল সাকিব-মুশফিকদের। না জানলে এবার কলম্বো টেস্টে সেটা হাড়েহাড়ে বুঝিয়ে দিয়েছেন দিলরুয়ান আর লাকমাল।
১৭৪ বল হজম করে দলকে ৫০ রান উপহার দিয়েছেন দিলরুয়ান। তাঁকে সঙ্গ দিয়ে অপরপ্রান্ত আগলে রাখেন লঙ্কান পেসার লাকমাল। তুলে নেন ক্যারিয়ার সেরা ৪২ রান। অবশেষে ৩১৯ রানের মাথায় লঙ্কান লেজ কাটল টাইগার বোলাররা এর ফলে শততম টেস্ট জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৯১ রান।
২৩৮ রানের মাথায় অষ্টম উইকেটের পতন হয় শ্রীলঙ্কার। এরপর নবম উইকেটে যা করছে লঙ্কানরা সেটা মোটেই স্বস্তিদায়ক ছিল না। দুজন মিলে স্কোরবোর্ড ৮০ রান যোগ করে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে লঙ্কানরা। চতুর্থ দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৮ উইকেটে ২৬৮ রান। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ১২৬ রানের ইনিংস খেলেন দিমুথ করুনারাত্নে। দুজন মিলে স্কোরবোর্ড ৮০ রান যোগ করে।
এর আগে সাকিবের ১১৬, মোসাদ্দেকের ৭৫ আর মুশফিকের ৫২ রানের সুবাদে লঙ্কানদের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৬৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। শ্রীলঙ্কান হয়ে বল হাতে ৪টি করে উইকেট নেন হেরাথ এবং সানদাকান।
প্রথম ইনিংসে দিনেশ চান্দিমালের ১৩৮ রানে ভর করে শ্রীলঙ্কার সংগ্রহ করে ৩৩৮ রান। চান্দিমাল ছাড়াও শেষ দিকে লাকমালের ক্যারিয়ার সেরা ৩৫ রান লঙ্কানদের লড়াকু পুঁজি গড়তে অবদান রাখে।
গল টেস্টে রঙ্গনা হেরাথের বোলিং তোপে বাংলাদেশকে ২৫৯ রানের বিশাল ব্যবধানে হারাল শীলঙ্কা। সে ম্যাচে হেরাথ একাই ৬টি উইকেট শিকার করেছেন। ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে এখন ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
(ঢাকাটাইমস/১৯মার্চ/জেইউএম)

মন্তব্য করুন