সাংসদ কমলের নির্বাচনী প্রস্তুতি, ১১ দিনে ৬৫ সভা-সমাবেশ

বলরাম দাশ, কক্সবাজার প্রতিনিধি
  প্রকাশিত : ২১ মার্চ ২০১৭, ০৮:২১
অ- অ+

জাতীয় নির্বাচনের বাকি দেড় বছরের মত সময়। এই পরিস্থিতিতে সক্রিয় হয়ে উঠেছেন কক্সবাবার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। সভা-সমাবেশ করছেন নিয়মিত, যোগ দিচ্ছেন লোক সমাগম হয় এমন কর্মসূচিতে। গত ৮ মার্চ হতে ১৮ মার্চ পর্যন্ত নির্বাচনী এলাকায় মোট ৬৫টি সভা-সমাবেশে যোগ দিয়েছেন তিনি।

২০১৫ সালের ৫ জানুয়ারি সংসদ নির্বাচনের এক সপ্তাহ পর সরকার গঠন করে আওয়ামী লীগ। সংবিধান অনুযায়ী সরকারের মেয়াদের শেষ তিন মাসে যে কোনো সময় হবে নির্বাচন। গত নির্বাচনে বিএনপি-জামায়াত জোট অংশ না নেয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্যদেরকে তেমন প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হয়নি। কিন্তু আগামী নির্বাচনে বিএনপি আসবে-এমন সম্ভাবনাই এখন উজ্জ্বল। এই অবস্থায় ক্ষমতাসীন দলের নেতারা আগেভাগেই জনসংযোগে নেমে গেছেন। দলীয় নেতা কর্মীরা বলছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছেন সংসদ সদস্য কমলও।

সভা-সমাবেশ ছাড়াও এই সময়ের মধ্যে তিনি বেশ কিছু অনেক সড়ক, সেতু, শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করেছেন। সরকারি বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন।

গত ১৭ মার্চ কক্সবাজারে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসের শোভাযাত্রায় অংশ নেন সংসদ সদস্য কমল। এর আগে ৯ মার্চ তিনি কক্সবাজার শহরের কস্তুরাঘাট থেকে মহেশখালি জেটিঘাট পর্যন্ত অংশের খননকাজে উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন। একই দিনে তিনি জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

ওইদিন বিকালে সাংসদ কমল রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে ইউনুচ ভূট্টো গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। এছাড়াও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের জ্বিনের ঘোনা এলাকায় নব প্রতিষ্ঠিতি ইউনুচ ভূট্টো বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

১৫ মার্চ কক্সবাজারের ঐতিহ্যবাহি ঈদগাহ ফরিদ আহমদ ডিগ্রী কলেজে নবীনবরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। একইদিন তিনি রামু উপজেলার জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এ অনুষ্ঠানে যোগ দেয়ার আগে জোয়ারিয়ানালা ইউনিয়নের মাদরাসা গেইট এলাকায় গণসংযোগ করেন কমল এবং রামু রাবার বাগান রেস্ট হাউসে ছাত্রলীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। রাতে জোয়ারিয়ানালা এলাকায় সৃষ্ট বিরোধ নিরসনে দুই পক্ষের লোকজন ও ব্যক্তিদেরকে নিয়ে সমঝোতা বৈঠক করেন করেন তিনি।

১৬ মার্চ কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাহ এর পোকখালী মুসলিম বাজারে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন সংসদ সদস্য কমল। একই দিন তিনি ইসলামাবাদ ইউনিয়নের ইউসুফেরখিল বৈদ্যঘোনা এলাকায় ৬০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত সেতুর উদ্বোধন করেন এবং জলদাশ পাড়া এলাকায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে ইউসুপেরখিল সমাজ কমিটির বৈঠকে অংশ নেন। ওই রাতে সাংসদ কমল রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও আলোচনা সভায়ও প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

১৮ মার্চ রামু উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ রামু বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগ আয়োজিত নবীনবরণ উৎসব ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ১৪ মার্চ সাংসদ কমল রামু উপজেলার জোয়ারিয়ানালা এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কক্সবাজার ও রামুতে অভূতপূর্ব উন্নয়ন কর্মকা- বাস্তবায়িত হচ্ছে। কক্সবাজার আর্ন্তজাতিক বিমানবন্দর এর কাজ চলছে। রেল লাইনের কাজও শীঘ্রই শুরু হবে। রামুতে এক লাখ দর্শক ধারণক্ষমতার একটি স্টেডিয়াম, বিকেএসপি ভবন, ক্যাডেট কলেজ নির্মাণ, ২০৩ কোটি টাকা ব্যয়ে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজ শুরু হবে। এছাড়া বিদ্যুৎবিহীন এলাকাগুলোতে বিদ্যুতায়ন, গ্রামীণ সড়ক-সেতু নির্মাণ ও সংস্কারসহ ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে চলছে। এসব কাজের অগ্রগতি আর মানুষের সমস্যার কথা জানার জন্যই আমি সময় পেলে তৃণমূল এলাকায় যাওয়ার চেষ্টা করি।’

সংসদ সদস্য বলেন, ‘গত ১১দিনে কক্সবাজার ও রামু উপজেলার প্রায় ৬৫টি সভা-সমাবেশ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিয়েছি এবং এসব এলাকায় গণসংযোগ করে আগামী সংসদ নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য ভোটারদের উদ্বুদ্ধ করেছি।’ তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সারাদেশে ব্যাপক উন্নয়ন কর্মকা- চালিয়ে যাচ্ছে। যার ছোঁয়া এখন কক্সবাজার ও রামুর আনাচেকানাচে ছড়িয়ে পড়ছে। এখন বিদ্যুতের লোডশেডিং নেই। ১০ টাকা দরে চাল পাচ্ছে অসহায় গরিব জনতা। বেড়েছে মাথাপিছু আয়। দারিদ্র পরিবারের শিশুরাও এখন শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে। উন্নয়নের এ ধারাবাহিকতা ধরে রাখতে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলের দোয়া কামনা করেছি।’

ঢাকাটাইমস/২১মার্চ/প্রতিনিধি/ডব্লিউবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক ঝাঁক অভিনেত্রীর সঙ্গে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
আজাদ জম্মু-কাশ্মীরের বাসিন্দারা ঘরে ফিরেছেন, ‘ভারতের উপর বিশ্বাস নেই', তাই বাঙ্কার রেখেছেন
স্বর্ণকণার জাদু: রেটিনাল রোগে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারে সোনার ন্যানোপার্টিকল
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজার ৫৭০ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা