ইসলামী বিশ্ববিদ্যালয়ে বোমাসহ শিবিরের চার কর্মী আটক

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ আগস্ট ২০১৭, ২০:২২

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে পুলিশ অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রসহ চার ছাত্রশিবির কর্মীকে আটক করেছে। এ সময় পুলিশ আটকদের কাছ থেকে ৭টি বোমা, বিপুল পরিমাণ জিহাদী বই ও মোবাইলের সিম উদ্ধার করে।

মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চুয়াডাঙ্গার বড় শলুকা গ্রামের বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেদউন-উল হাসান, ঝিনাইদহের ফুলবাড়িয়া গ্রামের আবু ইশা, চুয়াডাঙ্গার কুলিয়া চাদপুর গ্রামের শামসদ্দিন, চুয়াডাঙ্গার মারুক চাড়োয়াই এলাকার আবু সায়েদ।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদে জানতে পারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার মাঠে একদল শিবিরের নেতাকর্মী সমাবেত হয়ে নাশকতার পরিকল্পনা করছে। এমন সংবাদে পুলিশ সেখানে অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেদউন-উল হাসান, আবু ইশা, শামসদ্দিন ও আবু সায়েদকে আটক করে। পরে তাদের দেহ ও আশেপাশের এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমান জিহাদী বই, সাতটি বোমা, বিপুল পরিমাণ মোবাইলে সিম, মোবাইল সেট উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/২২আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :