তৃতীয় জয়ের আশায় ‘মামুর ব্যাটারা’

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৬:২৮ | প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৭, ০৮:১৩

‘মামুর ব্যাটারা কেমন আছ, টেনশন নিও না। ইবার জিয়ে নিবো (এবার জিতে নেবো)’। মাঠে নামার আগে রাজশাহীর স্থানীয় ভাষায় এমন কথাই বলেছিলেন ক্যারিবীয় অলরাউন্ডার ড্যারেন স্যামি। মাঠের লড়াই বলছে খুব একটা ভালো নেই রাজশাহী কিংস। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর দল পদ্মাপারের দলটি।

আজ মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৩তম ম্যাচে খুলনা টাইটানসের বিপক্ষে তৃতীয় জয়ের আশায় নামবে রাজশাহী কিংস। দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে মাছরাঙা ও গাজী টিভি।

শক্তিমত্তার বিচারে খুলনার চেয়ে খানিকটা এগিয়ে রাজশাহী। এ বছর তাদের দলে আছে একঝাঁক বিদেশি তারকা। পাশাপাশি তরুণ কিছু দেশি ক্রিকেটার। বিদেশি খেলোয়াড়দের মধ্যে লুক রাইট, কেসরিক উইলিয়ামস, লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, মোহাম্মদ সামি, জেমস ফ্র্যাঙ্কলিন রয়েছেন আপন ছন্দে। আর দেশি খেলোয়াড়ের মধ্যে মুশফিকুর রহিম, মুমিনুল হক, রনি তালুকদার, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসানও খারাপ খেলছেন না।

অপরদিকে ক্রিস লিন, কাইল অ্যাবট, রাইলি রুশো, জফরা আর্চার, মাইকেল ক্লিঙ্গার, আরিফুল হক, আবু জায়েদ এবং শফিউলদের নিয়ে ভালো অবস্থানে রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনা টাইটানস। ৬ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে খুলনা। আজ তাদের লক্ষ্য রাজশাহীকে হারিয়ে চতুর্থ জয় তুলে নেয়া।

রাজশাহী কিংস একাদশ (সম্ভাব্য)

মুমিনুল হক, রনি তালুকদার, সামিত প্যাটেল, জাকির হাসান, মুশফিকুর রহিম, ড্যারেন স্যামি, জেমস ফ্রাঙ্কলিন, মেহেদী হাসান মিরাজ, হোসেন আলী, হাবিবুর রহমান ও ফরহাদ রেজা।

খুলনা টাইটানস একাদশ (সম্ভাব্য)

মাহমুদউল্লাহ রিয়াদ, মাইকেল ক্লিঙ্গার, ধীমান ঘোষ, রিলে রুশো, কার্লোস ব্রাথওয়েট, আরিফুল হক, সেকুগে প্রসন্ন, নাজমুল হোসেন শান্ত, কাইল অ্যাবট, শফিউল ইসলাম ও আবু জায়েদ চৌধুরী।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :