ফাইনালে উঠতে কুমিল্লার লক্ষ্যমাত্রা ১৯২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ২২:২২ | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৭, ২০:৫২

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুক্রবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করেছে ঢাকা ডায়নামাইটস। ফলে, জিততে হলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে করতে হবে ১৯২ রান।

এই ম্যাচে যারা জিতবে তারা সরাসরি ফাইনালে উঠে যাবে। আর যারা হারবে তাদেরও ফাইনালে উঠার সুযোগ থাকবে। আগামী ১০ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে তারা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন ঢাকা ডায়নামাইটসের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন এভিন লিউইস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে হাসান আলী ৩টি, শোয়েব মালিক ১টি ও ডোয়াইন ব্রাভো ২টি করে উইকেট নেন।

ঢাকা ডায়নামাইটস ব্যাটিংয়ে নেমে দলীয় ১১ রানে প্রথম উইকেট হারায়। হাসান আলীর বলে মোহাম্মদ সাইফউদ্দিনের হাতে ক্যাচ হন মেহেদী মারুফ। দলীয় ৮০ রানে শোয়েব মালিকের বলে বোল্ড হন এভিন লিউইস। ৩২ বল খেলে ৪৭ রান করেন তিনি।

দলীয় ১২৩ রানে ডোয়াইন ব্রাভোর বলে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ধরা পড়েন কাইরন পোলার্ড। ১৮ বল খেলে ৩১ রান করেন তিনি। দলীয় ১৩৮ রানে রান আউট হন জো ডেনলি। ২৫ বল খেলে ৩২ রান করেন তিনি।

দলের রান যখন ১৪৪ তখন ডোয়াইন ব্রাভোর বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন সাকিব আল হাসান। ইনিংসের ১৯তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে মোসাদ্দেক হোসেন সৈকত ও শহীদ আফ্রিদিকে ফেরান হাসান আলী। ইনিংস শেষে সুনিল নারিন ৯ রান করে ও জহুরুল ইসলাম ৩ রান করে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা ডায়নামাইটস ইনিংস: ১৯১/৭ (২০ ওভার)

(মেহেদী মারুফ ৬, এভিন লিউইস ৪৭, জো ডেনলি ৩২, কাইরন পোলার্ড ৩১, সাকিব আল হাসান ৯, শহীদ আফ্রিদি ৩০, মোসাদ্দেক হোসেন সৈকত ৩, সুনিল নারিন ৯*, জহুরুল ইসলাম ৩*; মেহেদী হাসান ০/৩৮, হাসান আলী ৩/১৬, মোহাম্মদ সাইফউদ্দিন ০/৩০, শোয়েব মালিক ১/২৮, ডোয়াইন ব্রাভো ২/৪৫, আল-আমিন হোসেন ০/২২)।

(ঢাকাটাইমস/৮ ডিসেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :