এক্স এক্স এক্স এর ট্রেলারে বিস্ফোরক দীপিকা

দীপিকা পাড়ুকোনের প্রথম হলিউড ছবি এক্স এক্স এক্স: রিটার্ন অফ জেন্ডার কেজের ট্রেলার প্রকাশ হলো। বিশেষত ভারতীয় দর্শকদের কথা ভেবে বানানো এই ট্রেলারে পরিষ্কার, ছবিতে দীপিকা শুধু চোখের সুখের জন্যই নেই, রীতিমত ভাল রোল আছে তার। অ্যাকশনধর্মী ভূমিকায় চোখ ধাঁধানো একের পর এক স্টান্ট নিয়েছেন তিনি। পাশাপাশি রোমান্স করেছেন নায়ক ভিন ডিজেলের সঙ্গে। এমনকী নায়ককে বলছেন, তিনি একটু আধটু খারাপ হলে তার আপত্তি নেই।
ট্রেলারটি প্রথম দেখানো হয়েছে ‘বিগ বস ১০’-এ। এই প্রথম দর্শক দেখার আগেই কোনও ছবির ট্রেলার বিগ বসে দেখানো হল।
ছবিতে শিকারী সেরেনা উঙ্গারের ভূমিকায় রয়েছেন দীপিকা।
(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এজেড)

মন্তব্য করুন