দিনে দুপুরে ব্যাংকের ভেতর চোর

ব্যুরো প্রধান, রাজশাহী
| আপডেট : ১৭ মার্চ ২০১৭, ২২:৪২ | প্রকাশিত : ১৭ মার্চ ২০১৭, ২০:৫৬

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) গোদাগাড়ী উপজেলা শাখা কার্যালয়ের ভেতর থেকে এক চোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে তাকে আটক করা হয়।

আটক চোরের নাম মো. রাব্বি।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিপজুর আলম মুন্সি জানান, বিকালে ব্যাংকের এক পাশের একটি কাঠের দরজা কেটে ভেতরে ঢুকেছিল রাব্বি। এরপর সে উঁকি দিয়ে বাইরের পরিবেশ বোঝার চেষ্টা করছিল। এ সময় উপজেলা সদরের নারায়ণ দাস নামে এক সাইকেলমেকার ওই দিকে গিয়েছিলেন।

নারায়ণ ব্যাংকের ভেতর থেকে ওই চোরকে উঁকি দিতে দেখে আরও কয়েকজনকে খবর দেন। পরে সবাই মিলে গিয়ে তারা ব্যাংকের ভেতর ওই চোরকে আটকান। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।

রাকাবের ওই শাখার ব্যবস্থাপক কামরুল হাসান জানান, ব্যাংকের প্রহরী রাকিব আলী আসরের নামাজ পড়তে গিয়েছিলেন। আর এ দিন উপজেলা সদরের সব দোকানপাটও বন্ধ থাকে। এই সুযোগে চোর রাব্বি কাঠের দরজা ভেঙে ভেতরে ঢোকে।

তবে সে লকার পর্যন্ত পৌঁছাতে পারেনি। এর আগেই স্থানীয়রা তাকে ধরে ফেলে। আর এতেই ব্যাংকের প্রায় কোটি টাকা রক্ষা পায় বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১৭মার্চ/আরআর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

অবিবাহিত বলে চাকরি, স্ত্রীর অভিযোগে ফেঁসে গেলেন এএসপি ইমরান

জুতা রাখা নিয়ে দ্বন্দ্বে ব্যবসায়ী সাবেরকে খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিলের অনুমোদন দুদকের

চুরির মামলা তদন্তে নেমে একে একে মিলল ৫ অস্ত্র

শিল্পী পরিচয়ে ভয়ংকর মাদক কারবারে গায়ক রেবেল, কাজ করতেন ‘ভাইজানের’ হয়ে

২৮ অক্টোবর অছিম পরিবহনে ছাত্রদলনেতার আগুনে প্রাণ যায় নাঈমের, যেভাবে রহস্য উদঘাটন

কেরাণীগঞ্জে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার 

সোনালী লাইফের বহিষ্কৃত সিইও মীর রাশেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কোস্ট গার্ডের অভিযানে ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

চাকরির পরীক্ষার আগেই মিলত উত্তর, চুক্তি ১২-১৪ লাখ টাকায়: ডিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :