বরগুনায় জলদস্যুদের গুলিতে ১২ জেলে আহত

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মার্চ ২০১৭, ১৬:০৫
ফাইল ছবি

বরগুনার পাথরঘাটায় বঙ্গোপসাগরে জেলেদের ওপর গুলি চালিয়েছে জলদস্যুরা। এতে ১২ জেলে আহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে পাথরঘাটা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের পশ্চিমবাম এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জেলেদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ জেলে মো. নাসিরকে উন্নত চিকিতৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত জেলেরা জানান, শনিবার রাতে পশ্চিমবাম এলাকায় জাল ফেলে এফ বি জাকিয়া নামের একটি মাছ ধরার ট্রলারে অপেক্ষা করছিলেন তারা। এসময় জলদস্যুদের একটি ট্রলার তাদের ট্রলারের কাছে এলে তারা জলদস্যুদের উপস্থিতি টেরে পেয়ে জাল ফেলে ট্রলার নিয়ে পালানোর চেষ্টা করেন। এসময় জলদস্যুরা তাদের ট্রলার লক্ষ্য করে এলোপাথারি গুলি চালালে ট্রলারের মাঝি মো. নাসিরের কোমরে গুলিবিদ্ধ হন।

পরে জলদস্যুরা তাদের ট্রলারে উঠে ১২ জেলেকে পিটিয়ে গুরুতর আহত করে ট্রলারে থাকা মাছ-জালসহ রসদ সামগ্রী লুটে নিয়ে সুন্দরবনে গহীনে চলে যায়। পরে গুলিবিদ্ধ ও আহত জেলেদের নিয়ে রবিবার ভেলা ১১টার দিকে পাথরঘাটা পৌঁছলে উপস্থিত জেলেরা আহতদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে গুলিবিদ্ধ জেলে নাসিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা করেন।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিআউল হক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২৬মার্চ/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ভাঙ্গা-রাজবাড়ী-ঢাকা রুটে আসছে নতুন ২ জোড়া ট্রেন

‘৭ জানুয়ারি আ.লীগ প্রার্থীকে জেতাতে অপকর্ম করেছি’, আ.লীগ নেতার বক্তব্য ভাইরাল

পিরোজপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

গজারিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রশ্নফাঁসে জড়িত ডা. তারিমের ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা

পূবাইলে পানি ও খাবার স্যালাইন বিতরণ

চাঁদপুরে ইলিশ ধরার প্রস্তুতি জেলেদের

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩.৮ ডিগ্রি তাপমাত্রা যশোরে

সিলেটের ৪ উপজেলায় ২৫ চেয়ারম্যান প্রার্থী, ৯ জন স্বশিক্ষিত

পাইনাপেল সিল্ক উৎপাদনে আমাদের সহযোগিতা থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :