ভিজিএফের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ করায় মারধর
তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে ইউপি সদস্যের বিরুদ্ধে ভিজিএফ তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ করায় এক ব্যক্তিকে মারধর করা হয়েছে বলে জানা গেছে। মারধরে আহত ওই ভুক্তভোগীর নাম ইমানুয়েল বিশ্বাস।
মঙ্গলবার বিকেলে বড়ছড়া বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জম্মত আলী তার নিকটতম স্বজনদের নামে তালিকা তৈরি করে ভিজিএফের চাল বিতরণ করেছে- এমন একটি লিখিত অভিযোগ সম্প্রতি তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিল করেন সংশ্লিষ্ট ওয়ার্ডের বড়ছড়া গ্রামের বাসিন্দা ইমানুয়েল বিশ্বাস।
এরই জেড় ধরে গতকাল মঙ্গলবার বিকেলে বড়ছড়া বাজারে ইউপি সদস্য জম্মত আলী ও তার ছেলেরা ইমানুয়েল বিশ্বাসকে ব্যাপক মারধর করে আহত করে।
এ ঘটনায় তাহিরপুর থানার উপপরিদর্শক পিযুষ দাস ইউপি সদস্যকে ঘটনাস্থল থেকে আটক করে ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্পে নিয়ে যান। পরবর্তীতে স্থানীয় মহিলা ইউপি সদস্যা সকিনা বেগম বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তি করবেন বলে মুচলেকা দিয়ে ইউপি সদস্য জম্মত আলীকে জামিনে নিয়ে যান।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তি ধরএ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/০৬জুন/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন