ইরানে আইএসের হামলায় নিহত ১২
ইরানের রাজধানী তেহরানে অবস্থিত পার্লামেন্ট ভবন ও ইমাম খোমেনী (রহ.)'র মাজারে সন্ত্রাসী হামলায় ১২ জন নিহত ও ৪২ জন আহত হয়েছে।
ইরানের জরুরি চিকিৎসা বিষয়ক সংস্থার কর্মকর্তা পির হোসেন কুলিভান্দ এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও বলেছেন, আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সারা দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে, সংসদ ভবন ও মাজার এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শেষ হয়েছে। সংসদ ভবনে হামলাকারী চার সন্ত্রাসীই নিহত হয়েছে। এরমধ্যে তিনজন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী(আইআরজিসি)’র সদস্যদের গুলিতে প্রাণ হারিয়েছে। অপর সন্ত্রাসী লক্ষ্য হাসিলে ব্যর্থ হয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে।
এছাড়া ইমাম খোমেনীর মাজারে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। এর মধ্যে একজন আত্মঘাতী বিস্ফোরণে এবং অপর সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে।
সূত্র: পার্স টুডে
(ঢাকাটাইমস/৭জুন/এসআই)