গাজীপুরে স্ত্রী খুনে স্বামীর যাবজ্জীবন
গাজীপুরের কালিয়াকৈরে এক পোশাক শ্রমিককে হত্যার দায়ে তার স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আদেশে তার ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
গাজীপুর জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক সোমবার সকালে এই রায় ঘোষণা করেন।
দণ্ডিতের নাম শরবেশ আলী (৩৬)। তিনি টাঙ্গাইলের বাগবাড়ি এলাকার কাসেম আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারিছ উদ্দিন আহমদ জানান, ভ্যানচালক শরবেশের স্ত্রী শাহিদা বেগম কালিয়াকৈরের একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। দুই সন্তানের জনক শরবেশ আলী তার স্ত্রীকে নিয়ে কালিয়াকৈরের মৌচাক আম বাগানের পাশের একটি বাড়িতে ভাড়া থাকতেন। শরবেশ প্রায়ই স্ত্রীর কাছে টাকা চাইতেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হতো।
২০১৪ সালের ২ এপ্রিল রাতে শাহিদার কাছে ফের টাকা চায় শরবেশ। দিতে না চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে শরবেশ বালিশ চাপা দিয়ে শাহিদাকে হত্যা করে পালিয়ে যান।
এ ঘটনায় শাহিদার মামা ফরহাদ হোসেন বাদী হয়ে শরবেশকে আসামি করে একটি মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ৭ জুলাই কালিয়াকৈর থানার এসআই আজহারুল ইসলাম আদালতে শরবেশ আলীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর রবিউল ইসলাম জানান, মামলায় আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।
ঢাকাটাইমস/১২জুন/প্রতিনিধি/এমআর