৩০তম বিসিএসের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০১৭, ১৭:০০

৩০তম বিসিএস (প্রশাসন) ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি হয়েছে। যৌথভাবে সভাপতি হয়েছেন ঢাকার কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজুর রহমান জুমন ও ঢাকার রমনা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।

নতুন কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা কোতয়ালী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাহফুজুর রহমান।

সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে দুই বছরের জন্য তারা নির্বাচিত হয়েছেন। সভাপতিদ্বয় এক বছর করে দায়িত্ব পালন করবেন।

পারভেজুর রহমানের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায়। শফিকুল ইসলামের বাড়ি টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলায়। এস এম মাহফুজুর রহমানের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায়।

গত শুক্রবার ঢাকার বিয়াম ফাউন্ডেশনে অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হাফিজুল আমিন, নির্বাচন কমিশনার কামরুল ইসলাম ও রায়হান আহমেদ নির্বাচন পরিচালনা করেন।

নির্বাচনে ১৫ ভোট করে পেয়ে পারভেজুর রহমান ও শফিকুল ইসলাম যৌথভাবে সভাপতি নির্বাচিত হন। ১৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এস এম মাহফুজুর রহমান। উভয় সভাপতির সম্মতিতে প্রধান নির্বাচন কমিশনার উভয়কে এক বছর করে দায়িত্ব পালনের অনুরোধ করলে তা গৃহীত হয়।

এর আগে ৬-৭ জুলাই অনলাইনে ভোটগ্রহণ করা হয়। এতে ২৬৯ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করে ৩০ জনকে কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত করেন। এই ৩০ জন সদস্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।

অনলাইন ভোটে পারভেজুর রহমান ১৮১ ভোট, শফিকুল ইসলাম ১৫১ ভোট ও এস এম মাহফুজুর রহমান ১৮৮টি ভোট পেয়েছিলেন।

(ঢাকাটাইমস/১৬জুলাই/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

১১ যুগ্মসচিব নতুন দায়িত্বে

ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক আর্চারি চ্যাম্পিয়নশিপে ১৪টি পদক পেল বাংলাদেশ পুলিশ

ফাঁসতে যাচ্ছেন অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান! কী অভিযোগ তার বিরুদ্ধে?

সিনিয়র সচিব হলেন পার্বত্য মন্ত্রণালয়ের সচিব মশিউর রহমান

শেরপুরের এসপিকে বদলি, নতুন দায়িত্বে আকরামুল হোসেন

দুদকের প্রথম নারী মহাপরিচালক শিরীন পারভীন

এএসপি হলেন ৪৫ পুলিশ পরিদর্শক

অবসরে যাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

গুজব ছড়িয়ে সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ অতিরিক্ত আইজিপির

পুলিশের স্টিকারযুক্ত গাড়ি দেখলেই তল্লাশি করতে হবে, কেন এ নির্দেশ ডিএমপি কমিশনারের

এই বিভাগের সব খবর

শিরোনাম :