ছাত্রলীগ এখন ছাত্রদের সঙ্গে নেই: প্রতিমন্ত্রী বিপু

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৮:৫৪ | প্রকাশিত : ১৪ আগস্ট ২০১৮, ১৮:০৬

ছাত্রলীগ এখন ছাত্রদের সঙ্গে নেই বলে মনে করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, ‘আমরা যখন ছাত্রলীগ করতাম তখন রাজধানীর ছাত্রলীগ ও আওয়ামী লীগের সব নেতাকর্মীর সঙ্গে আমাদের পরিচয় ছিল এবং তাদের নাম পর্যন্ত জানতাম। কিন্তু বর্তমানে ছাত্রলীগ নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের চেনাতো দূরের কথা ছাত্রলীগের নেতাকর্মীদেরও চিনতে পারে না।’

মঙ্গলবার দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ছাত্রলীগকে উদ্দেশ্য করে বিপু বলেন, ‘আগে দেশের মানুষ ছাত্রলীগের কথা শোনার জন্য বিভিন্ন স্থান থেকে প্রোগ্রামে আসত। কিন্তু এখন মানুষের মধ্যে সেই প্রবণতা নেই। মানুষের মাঝে আবার সেই প্রবণতা ফিরিয়ে আনার দায়িত্ব ছাত্রলীগকেই নিতে হবে। নিজেদের থেকেই প্রথমে পরিবর্তন শুরু করতে হবে, তারপর মানুষের মাঝে পরিবর্তন আনতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী অনেক দিন আগেই বলেছেন, বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা সহজ হবে না। কারণ ১৯৭৫ সাল থেকে বাংলাদেশের বিরুদ্ধে সবসময় দেশি ও বিদেশি ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের উন্নয়ন চায় না। তারা সব সময় দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করতে প্রস্তুত থাকে। তারপরও প্রধানমন্ত্রী তার নেতৃত্বের গুণাবলির দ্বারা বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশকে দাঁড় করাতে সক্ষম হয়েছেন।’

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘প্রতিটি অভ্যুত্থানের পেছনে ক্ষমতার পরিবর্তন লুকিয়ে থাকে। ১৫ আগস্ট কোনো সাধারণ অভ্যুত্থান ছিল না, এটা রাষ্ট্রীয় ক্ষমতা বদলের অভ্যুত্থান ছিল। এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করার সঙ্গে সঙ্গে স্বাধীনতার পক্ষে যারা কথা বলেছেন তাদেরকেও স্মরণ করা প্রয়োজন।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু এমপি, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। আলোচনা সভাটি সঞ্চালনা করেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারী ও শাখা ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/আইএইচ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

প্রতি বছর ফিলিস্তিনের ২০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

পরীক্ষায় বসতে রাজি বুয়েট শিক্ষার্থীরা

কুবির শেখ হাসিনা হল প্রাধ্যক্ষের পদত্যাগ

বিশ্ববিদ্যালয়ে ই-রিসোর্সের ব্যবহার বাড়ানোর আহ্বান ইউজিসির

আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, বৃহস্পতিবার পর্যন্ত ছুটি বহাল

ঢাবির ভূতত্ত্ব বিভাগের ৭৫ বছর পূর্তি উদযাপন

সর্বজনীন পেনশনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির প্রতিবাদে কর্মসূচি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পেছানোর নির্দেশ ইসির

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকর্মীকে রড দিয়ে পেটালেন দুই সহকর্মী

গবেষণায় জালিয়াতি ও বঙ্গবন্ধুকে নিয়ে ‘কটূক্তি’: থমকে আছে ঢাবি অধ্যাপকের বিচার

এই বিভাগের সব খবর

শিরোনাম :