যুক্তরাষ্ট্রে নারী বন্দুকধারীর গুলিতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইম
 | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১১:০০

আবারো বন্দুক হামলার ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার দেশটির হারফোর্ডের মেরিল্যান্ডে এক নারী বন্দুকধারীর হামলায় তিন জন নিহত এবং দুইজন আহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর নিহত হয়েছেন ওই বন্দুকধারীও। খবর সিএনএনের।

বাল্টিমোর শহরের তিরিশ মাইল উত্তর-পূর্বে মানবাধিকার সহায়তা কেন্দ্রের বণ্টন বিভাগের লাগোয়া বাড়িতে ঢুকে গুলি চালায় ওই নারী বন্দুকধারী। সেসময় ঘটনাস্থলে প্রায় এক হাজার কর্মী উপস্থিত ছিলেন।

মানবাধিকার সহায়তা কেন্দ্রের মুখপাত্র সুসান হেন্ডারসন জানিয়েছেন, ‘ওই কেন্দ্রে বিভিন্ন পণ্য জমা নেওয়া এবং বণ্টনের প্রক্রিয়াকরণ করা হয়। কেন্দ্র সংলগ্ন ভবনেই গুলি চলেছে।’

এক প্রত্যক্ষদর্শী জানান, বাসে আসার সময় তিনি ঘটনা সম্পর্কে জানতে পারেন। ঘটনাস্থলে তিনি বিভিন্ন আপৎকালীন বিভাগের গাড়ি, অ্যাম্বুল্যান্স ও হেলিকপ্টার দেখতে পান। ওই এলাকা সাধারণত শান্ত এবং সেখানে বেশ কিছু বড় মাপের প্রসাধন পণ্য প্রস্তুতকারী সংস্থার গুদাম ও দফতর রয়েছে বলেও জানান তিনি।

ঘটনার পরে পেরিম্যান শহর সংলগ্ন ওই এলাকা এড়িয়ে যাওয়ার পরামর্শ জারি করে প্রশাসন। এছাড়া ঘটনার তদন্তে নেমেছে এফবিআই।

ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :