মেয়েদের ফুটবলের স্পনসর ঢাকা ব্যাংক

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৮:৫৪ | প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৮, ১৮:৫১

ছেলেদের ফুটবলে হতাশার ভিড়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে মেয়েরা। তাদের কৃতিত্বে এবার বড় রকমের স্পন্সর পেলো বাংলাদেশে ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ৬ বছরের জন্য মেয়েদের ফুটবলের পৃষ্ঠপোষক হয়েছে ঢাকা ব্যাংক। গতকাল বাফুফের সঙ্গে ব্যাংকটির আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে।

মেয়েদের ফুটবলে অংশীদার হতে পেরে ঢাকা ব্যাংকও উচ্ছ্বসিত। ব্যাংকটির চেয়ারম্যান রেশাদুর রহমান বলেছেন, ‘খেলাধুলার কোন বিকল্প নেই। মেয়েরা সাফল্য পাচ্ছে। আমরা এখানে আসতে পেরে খুশি।’

পৃষ্ঠপোষক পাওয়ায় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও আনন্দিত। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘মেয়েদের ফুটবলের উন্নয়ন করা একার পক্ষে সম্ভব না। এখানে সবার সহযোগিতা দরকার। এটা তো দেশের দল। ঢাকা ব্যাংক এগিয়ে এসেছে। আশা করছি, ব্যাংক যে উদ্দেশ্য নিয়ে এসেছে মেয়েরা তা পূরণ করতে পারবে।’

(ঢাকাটাইমস/২০ নভেম্বর/এবিএ/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :