বিজিএমইএ: ভোট শেষে চলছে গণনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০১৯, ১৮:০৯

তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। এ নির্বাচনে অংশ নিয়েছে সম্মিলিত পরিষদ ও ফোরাম এবং স্বাধীনতা পরিষদ। নির্বাচিতরা পরে তাদের সভাপতি ও সাতজন সহ-সভাপতি নির্বাচিত করবেন।

শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কোনো রকম বিরতি ছাড়াই ভোটগ্রহণ চলে।

নির্বাচনে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চল মিলিয়ে ৩৫ জন পরিচালক নির্বাচিত হবেন। এরই মধ্যে চট্টগ্রাম অঞ্চল থেকে নয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্য ২৬টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪২ জন। পরে নির্বাচিত পরিচালকরা সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করবেন।

মোট ভোটার এক হাজার ৯৫৬ জন। এর মধ্যে ঢাকার এক হাজার ৫৯৭ এবং ৩৫৯ জন চট্টগ্রামের। পরিচালনা পর্ষদের নির্বাচিত ৩৫ পরিচালক পরবর্তীতে একজন সভাপতি এবং সাতজন সহ-সভাপতি নির্বাচন করবেন।

সম্মিলিত পরিষদ ও ফোরামের যৌথ প্যানেলের নেতৃত্বে রয়েছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। আর স্বাধীনতা পরিষদের আহ্বায়ক ডিজাইন অ্যান্ড সোর্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

রুবানা হকের নেতৃত্বে সম্মিলিত ফোরাম প্যানেলে অন্য প্রার্থীরা হলেন- এসএম মান্নান কচি, মোহাম্মদ নাছির, ফয়সাল সামাদ, আসিফ ইব্রাহিম, আরশাদ জামাল দিপু, এমএ রহিম, কেএম রফিকুল ইসলাম, মো. শহীদুল হক মুকুল, মশিউল আজম সজল, ইনামুল হক খান বাবলু, মাসুদ কাদের মনা, ইকবাল হামিদ কোরাইশী, নাছির উদ্দিন, কামাল উদ্দিন, সাজ্জাদুর রহমান মৃধা, রেজওয়ান সেলিম, মুনির হোসেন, একেএম বদিউল আলম, মিরান আলী, মোহাম্মদ আবদুল মোমেন, মোশারফ হোসেন ঢালী, শিহাব উদ্দোজা চৌধুরী, মহিউদ্দিন রুবেল, শরীফ জহির ও নজরুল ইসলাম।

অন্যদিকে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে স্বাধীনতা পরিষদের প্রার্থীরা হলেন- দেলোয়ার হোসেন, হুমায়ুন রশিদ, রফিক হাসান, সাইফুল ইসলাম, শওকত হোসেন, লে. কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর, জাহাঙ্গীর কবির, জাহিদ হাসান, শরিফুল আলম চৌধুরী, কাজী আবদুস সোবহান, জহিরুল ইসলাম, কাজী মাহজাবিন মমতাজ, মাহমুদ হোসাইন, আয়েশা আক্তার, ওয়ালী উল্লাহ ও ওমর নাজিম হেকমত।

ঢাকাটাইমস/০৬এপ্রিল/ডিএম

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

বাংলাদেশে সিঙ্গার-বেকোর রূপান্তর যাত্রা, ব্র্যান্ড অ্যাম্বাসেডর বুরাক

২৪ দিনে ১৭৯ কোটি ডলার রেমিট্যান্স

টিভিএস বাংলাদেশে লঞ্চ করেছে TVS Apache RTR 160 Xonnect Edition

গবেষণা খাতে আর্থিক সহায়তা দিল সাউথইস্ট ব্যাংক

এনআরবি ব্যাংক ও ওয়াটার গার্ডেন রিসোর্ট অ্যান্ড স্পার মধ্যে চুক্তি

‘নারীর অবৈতনিক কাজের স্বীকৃতি ছাড়া স্মার্ট বাংলাদেশের ইকোনমি স্মার্ট হবে না’

ঢাকার শাখাসমূহ নিয়ে ন্যাশনাল ব্যাংকের মতবিনিময় সভা

অনুমোদন পেল ভৈরবের শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

পেনশন স্কিমের আওতায় কেএসআরএম কর্মকর্তা-কর্মচারী

এনসিসি ব্যাংক ও প্রাণ আরএফএলের মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক চুক্তি

এই বিভাগের সব খবর

শিরোনাম :