ভারত থেকে আসছিল ৫০ কেজি গাঁজা

টঙ্গী (গাজীপুর) প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মে ২০১৯, ১৮:৩৭

ভারত থেকে সিলেটের চুনারুঘাট সাতছড়ি পাহাড় হয়ে ঢাকায় আসছিল বিপুল পরিমাণ গাঁজা। এসব চালান বহনে ব্যবহার করা হচ্ছে পঁচনশীল মৌসুমী শাক-সবজি বহনকারী ট্রাক। ট্রাকগুলোতে বিশেষ কায়দায় গোপন প্রকোষ্ঠ তৈরি করে মাদক বহন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বেশ কয়েকটি চালান এরমধ্যে ঢাকায় প্রবেশ করেছে।

মঙ্গলবার টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে এমন একটি চালান আটক করেছে র‌্যাব। এ সময় কাভার্ডভ্যানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পঞ্চাশ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এসব তথ্য।

গ্রেপ্তারকৃতরা হলেন- প্রদীপ লাল দাস ও আবু তাহের মিয়া। এ সময় গাঁজাবহনকারী কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

র‌্যাব-১ এর এএসপি (সিপিসি-১) মো. কামরুজ্জামান ঢাকাটাইমসকে জানান, ‘মাদকের এই চালান ভারত থেকে সিলেটের চুনারুঘাট সাতছড়ি পাহাড় হয়ে দেশে প্রবেশ করে। পরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুর বাজার থেকে ধান বোঝায় একটি কাভার্ডভ্যানে তা তোলা হয়। গাজীপুরের মাওনায় ধান আনলোড করার পর গাঁজা শ্রীপুরে পৌঁছানোর কথা ছিল।’

কামরুজ্জামান জানান, ‘গ্রেপ্তার হওয়া প্রদীপ লাল দাস বিশ বছর ধরে ট্রাক চালায়। দুইমাস ধরে সে কাভার্ডভ্যান চালানোর আড়ালে মাদকবহন করছে। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখে ফাঁকি দিতে মাদক পরিবহনের জন্য কাভার্ডভ্যানের সামনের বডির মধ্যে গোপন প্রকোষ্ঠ তৈরি করেছে। যেটা বাইরে থেকে দেখে বোঝা যায় না। ভেতরে বিশেষ স্কু ও নাট খুলে সেখানে রেখে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিতো। এর আগেও তারা ঢাকায় এভাবে মাদক এনেছে।’

ঢাকাটাইমস/২৮মে/এসএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :