‘পড়ালেখায় ফাঁকি দিলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না’

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০১৯, ১৯:৪৪| আপডেট : ১১ জুলাই ২০১৯, ২০:০৭
অ- অ+

পড়ালেখায় ফাঁকি দিলে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না মন্তব্য করেছেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা। বৃহস্পতিবার বিকালে লোহাগড়া উপজেলার আমাদা আদর্শ কলেজ চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শিক্ষার্থীদের দায়িত্ব-কর্তব্য ও নৈতিকতাবিষয়ক আলোচনা সভা ও নবীনবরণ উপলক্ষে এ অনুষ্ঠান হয়।

জেলা প্রশাসক বলেন, ‘নারী-পুরুষকে সমানভাবে এগিয়ে যেতে হবে। আমি আলাদা করে দেখতে চাই না। বাংলাদেশে এখন উন্নয়নের যুদ্ধ চলছে। এই যুদ্ধে আমাদের শামিল হয়ে সবাইকে একনিষ্ঠভাবে কাজ করতে হবে। এই উন্নয়নের যুদ্ধ বাস্তবায়ন করতে হলে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হতে হবে। প্রাথমিক স্তর থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকসহ সব স্তরে ভালো করতে হবে। পড়ালেখায় ফাঁকি দিলে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না।’

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি বলেন, ‘শিক্ষাজীবনে সাফল্য আনতে হলে ফেসবুক ছেড়ে পাঠ্যবইয়ে মনযোগী হতে হবে। ফেসবুকের কারণে ছেলে-মেয়েরা অতি আবেগী হয়ে বিপথগামী হচ্ছে। এতে অনেকেই অসম প্রেম ও অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। ফাঁদে পড়ে নষ্ট হচ্ছে অনেকের জীবন। তাই আবেগী না হয়ে অভিভাবক ও শিক্ষকদের কথা মেনে চলতে হবে। নীতি-নৈতিকতা বিসর্জন না দিয়ে ভালো কাজের প্রতি গুরুত্ব দেয়া প্রয়োজন। ভালোভাবে লেখাপড়া শিখলে মেধা ও যোগ্যতারভিত্তিতে চাকরি মিলবে। এরই ফলশ্রুতিতে এবার পুলিশ কনস্টেবল পরীক্ষায় মেধাবীরা নিয়োগ পেয়েছে। এর মধ্যে আবার মেয়েরা ভালো করেছে।’

আমাদা আদর্শ কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনুর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন কলেজ অধ্যক্ষ আল ফয়সাল খান।

(ঢাকাটাইমস/১১জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাগলনাইয়ায় ৪ বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা