মন্ত্রিসভার বন্ধুও বলছেন ‘চলছে না’: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০১৯, ১৬:৩০

দেশের সার্বিক অবস্থা যে ভালো নয় সেটা মন্ত্রিসভায় থাকা তার এক বন্ধুও স্বীকার করছেন বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার এক গোলটেবিল বৈঠকে যোগ দিয়ে ফখরুল বলেন, ‘মন্ত্রিসভায় থাকা আমার এক বন্ধুর সঙ্গে সামাজিক অনুষ্ঠানে দেখা হলো। তাকে জিজ্ঞেস করলাম কেমন চলছে? তিনি বললেন, চলছে না।’

মন্ত্রিসভায় থাকা ওই বন্ধুটির নামোল্লেখ না করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমার সেই বন্ধুকে বললাম, কেন ভাই, এত উন্নয়ন হচ্ছে, ৮ পার্সেন্ট গ্রোথ হয়ে গেছে। জবাবে তিনি বললেন, কী বলবো, দেশের মানুষ তো বলতে শুরু করেছে। আমি বললাম, এটা বোঝা যাচ্ছে যে, দেশের মানুষ বলতে শুরু করেছে? কানে যায়? চোখে পড়ে?’

বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের শরিক দল এনপিপি জাতীয় প্রেসক্লাবে ওই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

দেশে এখন সর্বত্র উৎসব চলছে মন্তব্য করে ফখরুল আরও বলেন, ‘আগামীতে জন্মোৎসব হবে, কার টাকায় করছেন? এটাতো পাবলিক ফান্ড। আপনারা জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারেন না। পেঁয়াজের দাম ২৪০ টাকা। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন তিনি পেঁয়াজ খান না, সাথে আমাদের রাষ্ট্রপতিও একই কথা বলেছেন।’

তিনি বলেন, ‘আজ আমার স্ত্রীও বললেন আমি আর পেঁয়াজ কিনছি না। চালের দাম বাড়ায় আমাদের খাদ্যমন্ত্রী বলেছেন, মানুষ এখন শুধু চাল খাচ্ছে। তাই চালের ওপর চাপ পড়েছে। এগুলো শুধু বাংলাদেশের মানুষকে নিয়ে পরিহাস।’

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/বিইউ/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :