infostation welcome Banner

অরিন্দমের বিরুদ্ধে এবার সাবেক স্ত্রীর অভিযোগ

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২০, ০৯:৫৯
অ- অ+

এক বিতর্ক মিটতে না মিটতেই, অন্যটির সূত্রপাত। কিছু দিন আগে কলকাতার অভিনেতা ও পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ করেছিলেন অভিনেত্রী রুপঞ্জনা মিত্র। তার অভিযোগ ছিল, টিভি সিরিজ ‘ভূমিকন্যা’র চিত্রনাট্য পড়ার অছিলায় অরিন্দম তার গায়ে হাত দেন। তিনি বলেন, ‘ফাঁকা অফিসে আমাকে ডাকেন। তার পরেই ওই অসভ্যতামি। সে সময়ে ওর স্ত্রী শুক্লা (শীল) এসে যায়। সঙ্গে সঙ্গে ওর ভোল বদলে যায়।’

অরিন্দম শীল এই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘ওই দিন অফিসে অন্যান্য স্টাফও ছিল। শুক্লা আসার পরে রূপাঞ্জনা অনেকক্ষণ ওর সঙ্গে গল্প করে। অস্বস্তি থাকলে কি সেটা পারত? আমি যদি এতই খারাপ হই, তাহলে আমার সঙ্গে কাজ করতে চেয়ে মেসেজ করতো না নিশ্চয়ই। মিথ্যে বলার একটা মাত্রা রয়েছে।’

এই #মিটু বিতর্ক শেষ না হতে অরিন্দম শীলের বিরুদ্ধে এবার অভিযোগ তুললেন তার প্রথম স্ত্রী তনুরুচি শীল। তিনি বলেন, তার সঙ্গে পরিচালকের আইনি বিচ্ছেদ হয়নি। ১৯৯২ সালে তাদের সামাজিক বিয়ে হয়, ’৯৩ সালে রেজিস্ট্রি। কিন্তু ২০০৩ সালে অরিন্দম ডিভোর্সের মামলা করেন। সেই মামলা গত বছর খারিজ হয়ে যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, ‘আমি অরিন্দম শীলের স্ত্রী। কিন্তু উনি আমার সঙ্গে অন্যায় করেছেন। উনি থাকেন শুক্লা দাসের সঙ্গে।’

কিন্তু নিজেদের ব্যক্তিগত বিষয় তিনি সকলের সামনে আনছেন কেন? এ ব্যাপারে তনুরুপি বলেন, ‘সকলে যাতে অরিন্দমের আসল ছবিটা দেখতে পায়।’ একটি বেসরকারি সংস্থায় তনুরুচি এবং শুক্লা একই সময়ে চাকরি করতেন। সেই সূত্রেই অরিন্দম-শুক্লার ঘনিষ্ঠতা হয় বলে দাবি তার।

সম্পত্তি নিয়েও তনুরুচির অভিযোগ রয়েছে। বলেন, ‘অরিন্দম আমাকে সম্পত্তি থেকেও বঞ্চিত করেছে। বেলেঘাটায় আমাদের যৌথ ভাবে কেনা ফ্ল্যাট ছিল। সেটা দখল করে রেখেছে। ও তখন বাম সরকারের ঘনিষ্ঠ ছিল। সেই জোরে আমাকে তাড়ায়। এখন তৃণমূল কংগ্রেসে গেছে সুবিধা পাবে বলে।’

সম্পত্তি থেকে বেদখল প্রসঙ্গে অরিন্দমের বক্তব্য, ‘কোর্টের বয়ান অনুযায়ী ওই ফ্ল্যাটে আমাদের দুজনেরই মালিকানা রয়েছে। আমি কিনে নিতে চেয়েছিলাম। কিন্তু ও কোর্টের দিন ফেল করে। চাইলে আমি কোর্টের সেই কাগজও দেখাতে পারি।’

অরিন্দম এও বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন এই প্রসঙ্গে কেন উঠে আসছে জানি না। শুক্লা, মেয়ে সোনিকা আমার সব কিছু, এটুকু বলতে পারি।’ আরও জানান, সোশ্যাল মিডিয়ায় বিষয়টি তুলে ধরার জন্য তনুরুচির বিরুদ্ধে মানহানির মামলা করার কথাও তিনি ভাবছেন।

ঢাকাটাইমস/২০জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে বরিশাল, পানিবন্দি লাখো মানুষ
কলকাতার সিনেমায় শারমান যোশি-সুস্মিতার সঙ্গে তানজিন তিশা
Economic Priorities in Bangladesh's 2025-26 National Budget
গাজায় এবার অপুষ্টিতে মরছে মানুষ, শুক্রবার ৯ জনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা