ভোটে জিতলে পুরো পশ্চিম তীর দখল করবেন নেতানিয়াহু!

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২০, ১০:৫০| আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১৩:৫৬
অ- অ+

আসন্ন নির্বাচনে তার দল লিকুদ পার্টি ক্ষমতায় গেলে পুরো পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে একীভূত করার প্রতিশ্রুতি দিয়েছেন ইহুদিবাদী দেশটির প্রধামনমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এসময় তিনি জর্দান উপত্যকাকেও ইসরায়েলের সঙ্গে একীভূত করার ঘোষণা দেন।

আগামী ২ মার্চ ইসরায়েলের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে লিকুদ পার্টি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিততে পারলে ফের দেশটির প্রধানমন্ত্রী হবেন নেতানিয়াহু।

গত মঙ্গলবার (২১ জানুয়ারি) লিকুদ পার্টির নির্বাচনী প্রচার অভিযান শুরুর দিনে নেতানিয়াহু বলেন, তিনি ক্ষমতায় যেতে পারলে কোনো রকমের দেরি না করেই জর্দান উপত্যকা এবং জর্দান নদী উত্তরাংশের ওপর ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবেন।

তিনি বলেন, ‘আমরা শুধু কোনো ব্যক্তিকে সমূলে উৎপাটন করব না বরং পশ্চিম তীরের সমস্ত বসতিতে ইসরায়েলের আইন প্রতিষ্ঠা করব।’

এর আগে নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী এবং সাবেক সেনাপ্রধান ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির প্রধান বেনি গান্তজ বলেছেন, তিনি ক্ষমতায় যেতে পারলে আন্তর্জাতিক সমাজের সঙ্গে সমন্বয় করে জর্দান উপত্যকাকে ইসরায়েলের সঙ্গে একীভূত করার চেষ্টা করবেন। তার চেয়ে এক ধাপ এগিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু জর্দান উপত্যকা ও পশ্চিম তীর দখলের পরিকল্পনার কথা ঘোষণা করলেন।

ঢাকা টাইমস/২৩জানুয়ারি/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা