বিএনপির এজেন্টদের দেখা পাচ্ছেন না ইশরাক!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৬ | প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৭

নিজের পোলিং এজেন্টরা কেন্দ্রে আছেন কিনা দেখার জন্য ঢাকার সেন্ট্রাল উইমেন্স কলেজ কেন্দ্রে যান বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেন। তবে কলেজটির দুইতলা ভবনের আটটি বুথে ঢুকেও দেখা পান মাত্র একজন এজেন্টের। বাকিদের দেখা পাননি।

শনিবার সকালে ভোট কেন্দ্রটি পরিদর্শনে গিয়ে এমন চিত্র দেখতে পান বিএনপি মনোনীত মেয়র প্রার্থী।

অবশ্য কেন্দ্রের ভেতরে ঢোকার সময়ই তার এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ পেয়েছিলেন বিএনপি প্রার্থী ইশরাক। এরপর একে একে বুথে ঢুকে ইশরাক জানতে চান, ধানের শীষের এজেন্ট আছে কিনা। কিন্তু মাত্র একটি ছাড়া বাকি সাতটি বুথে তিনি এজেন্টদের পাননি।

পরে প্রিজাইডিং অফিসার মিজানুর রহমানের কাছে জানতে চান, ‘কেন এজেন্টদের বের করে দেয়া হয়েছে? মিজানুর রহমান বলেছেন, ‘এজেন্ট বের করার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।’

এ সময় পাশে থাকা একজন এজেন্ট ইশরাককে জানান, ‘কয়েকজন যুবক এসে আমাদের বের হয়ে যেতে বলেছে। পরে বের হয়ে গেছি।’ তখন তাৎক্ষণিক পুলিশ কর্মকর্তা ওই এজেন্টকে বুথে বসিয়ে দেন।

সেখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবেদও জানান, যাদের বের করা হয়েছিল তাদের আনা হয়েছে।

পরে কামরুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়ের চিত্র কিছুটা ভালো পান বলে জানান ইশরাক। তবে এখানেও বেশ কয়েকটি বুথে তিনি এজেন্ট পাননি।

এসময় ইশরাক অভিযোগ করে বলেন, ‘আমরা আশঙ্কা করেছিলাম সকাল দশটার মধ্যে সরকারি দলের লোকজন ঝামেলা করবে। তাই হচ্ছে। তারপরও ভোটারদের অনুরোধ করবো আপনারা কেন্দ্রে আসুন। ভোট দিন।’

(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/বিইউ/এসইউএল/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :