কিশোরগঞ্জে তরুণীকে খুনের দায়ে একজনের ফাঁসি

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫০ | প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৮

কিশোরগঞ্জের তাড়াইলে মারুফা আক্তার নামে এক তরুণীকে হত্যার দায়ে একজনকে ফাঁসির আদেশ দিয়েছে জেলার একটি আদালত। তার নাম বাচ্চু। এছাড়া তার এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। দণ্ড পাওয়া বাচ্চু একই উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১০ মে বিকালে লাকড়ি শুকানোকে কেন্দ্র করে রতনপুর গ্রামের রফিকুলের স্ত্রী হীমা আক্তারের সঙ্গে একই গ্রামের আব্দুর রশিদের মেয়ে শরুফা ওরফে মারুফা আক্তারের তর্কাতর্কি হয়। এর জের ধরে রাতে মারুফাকে গামছা দিয়ে হাত-পা বেঁধে বাড়ির পাশের ধানক্ষেতের ড্রেনে নিয়ে কাঁচি দিয়ে গলাকেটে হত্যা করে।

এ ঘটনায় মারুফার বাবা আব্দুর রশিদ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন। পরবর্তীতে তিনজনকে আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই আদেশ দেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পান মামলার অপর দুই আসামি হীমা আক্তার ও রতন।

ঢাকাটাইমস/০৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএল/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :