অমীমাংসিত যুব বিশ্বকাপ ফাইনাল ম্যাচ?

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৫| আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৮
অ- অ+

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২০ আসরের ফাইনালে রবিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। যুবাদের এই বিশ্ব আসরে প্রথমবারের মত ফাইনাল খেলবে টাইগাররা, যা দেশের ‍ক্রিকেট ইতিহাসের প্রথম বিশ্বকাপ ফাইনাল। তাই ম্যাচটিকে ঘিরে বাড়তি উন্মাদনা ক্রিকেট অঙ্গনে। তবে এই উন্মাদনায় জল ঢেলে দিতে পারে প্রকৃতি এবং তা আক্ষরিক অর্থেই। ফাইনাল ম্যাচের আগে পচেস্ট্রুমে হানা দিয়েছে ‍তুমুল বৃষ্টি। ফলে ম্যাচ মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আবহাওয়া বার্তা অনুসারে আগামী দু’দিনেও বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই। ফলে আসরের চ্যাম্পিয়ন নির্বাচনে আইসিসি ভিন্নধর্মী সিদ্ধান্ত গ্রহণ করবে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, পচেস্ট্রুমে বৃষ্টিপাতের পরিমাণ কমার সম্ভাবনা নেই। ম্যাচের দিন অর্থাৎ রবিবার দিনভরই বৃষ্টি হতে পারে ফাইনালের ভেন্যুতে, আছে ঝড়ো হাওয়ার সম্ভাবনাও। এমন পরিবেশ ক্রিকেট ম্যাচ চলার অনুপযোগী।

সেক্ষেত্রে ফাইনালে চোখ রাখার অপেক্ষায় যেসব দর্শক, তাদের হতাশ হওয়ার আশঙ্কতা রয়েছে। অবশ্য ফাইনাল ম্যাচে আছে রিজার্ভ ডে। রবিবার (০৯ ফেব্রুয়ারি) বল মাঠে না গড়ালে বা ম্যাচের ফল বেরিয়ে না এলে সোমবার (১০ ফেব্রুয়ারি) রিজার্ভ ডে’তে খেলা অনুষ্ঠিত হবে।

তবে শঙ্কা আছে তখনো। কারণ আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবারও ভারী বৃষ্টিপাত হবে পচেস্ট্রুমে। সেক্ষেত্রে ভেসে যেতে পারে রিজার্ভ ডে’ও। ফাইনাল ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে একটি দিনই।

স্বভাবতই প্রশ্ন জাগছে- মূল দিন ও সংরক্ষিত দিন বৃষ্টির কারণে খেলা না হলে ট্রফি উঠবে কার হাতে? আইসিসির পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী হতাশ হতে হবে না কোনো দলকেই। রিজার্ভ ডে’তেও ম্যাচের ফল নির্ধারিত না হলে দুই দলের হাতেই শিরোপা তুলে দেওয়া হবে, যৌথভাবে যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ ও ভারত।

(ঢাকাটাইমস/০৯ ফেব্রুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুত ইসি: সিইসি
‘জুলাই গণঅভ্যুত্থান’ উপলক্ষে বিআরটিএ'র আলোচনা সভা
৪৫ তলার সমান উঁচু থেকে বাঞ্জি জাম্পিং করে চমক দিলেন ড. জাকির নায়েক
শুক্রবার তারেক রহমানের সাথে বৈঠক করবে ১২দলীয় জোট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা