infostation welcome Banner

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে দলে চমক মাধেবেরে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:০২| আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৩
অ- অ+

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দলে নতুন মুখ ওয়েসলি মাধেবেরে। এছাড়া দলে ফিরেছেন টেস্ট অধিনায়ক শন উইলিয়ামস, তিনাসে কামুনহুকামবে ও রিচমন্ড মুতুম্বামি।

সদ্য শেষ হওয়া আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে ব্যাট-বল হাতে চমক দেখিয়েছেন মাধেবেরে। ব্যাট হাতে দুটি হাফ সেঞ্চুরির সাথে বল হাতে ৮ উইকেট শিকার করেছেন তিনি।

জিম্বাবুয়ে দলের নির্বাচক প্রসপার উৎসেয়া বলেন, ‘গেল কয়েক বছরের পারফরম্যান্স বিচারে জিম্বাবুয়ে ক্রিকেটের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় মাধেবেরে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে এবং সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। দলে ডাক তার প্রাপ্য ছিলো। আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হতে দেখাটা হবে দারুণ কিছু। পর্যায়ক্রমে তরুণ খেলোয়াড়দের আমরা জাতীয় দলে সুযোগ দিতে চাই চাই।’

স্ত্রীর প্রথম সন্তান জন্ম উপলক্ষ্যে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি উইলিয়ামস। এছাড়া টেস্টে খেলা প্রিন্স মাসভাউরি, কেভিন কাসুজা, রেগিস চাকাবা, ভিক্টর নায়ুচি, ব্রেইন মুডজিনগানইয়ামার ওয়ানডে দলে সুযোগ হয়নি।

চামু চিবাবার নেতৃত্বেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে জিম্বাবুয়ে। এ সিরিজ দিয়েই অধিনায়ক হিসেবে চিবাবার আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে।

আগামী ১ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচই হবে সিলেটে। ওয়ানডের পর দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দু’দল। ঢাকায় ৯ ও ১১ মার্চ হবে সিরিজের দু’টি টি-২০।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ে দল

চামু চিবাবা (অধিনায়ক), সিকান্দার রাজা, ক্রেইগ আরভিন, তিনাসি কামুনহুকামবে, ওয়েসলি মাধরেরে, তিমিসেন মারুমা, ক্রিস্টোফার এমপফু, চার্ল মুম্বা, তিনোতেন্ডা মুতোমবদজি, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), আইনসলে এনডলোভু, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো, চার্লটন টিসুমা ও সিন উইলিয়ামস।

(ঢাকাটাইমস/২৬ ফেব্রুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে বরিশাল, পানিবন্দি লাখো মানুষ
কলকাতার সিনেমায় শারমান যোশি-সুস্মিতার সঙ্গে তানজিন তিশা
Economic Priorities in Bangladesh's 2025-26 National Budget
গাজায় এবার অপুষ্টিতে মরছে মানুষ, শুক্রবার ৯ জনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা