তামিমকে সমর্থন করছেন ম্যাকেঞ্জি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ মার্চ ২০২০, ১৯:৪৯

ফর্মে নেই ‘ড্যাশিং ওপেনার’ বলে পরিচিত তামিম ইকবাল। ওয়ানডেতে সর্বশেষ ১০ ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি রয়েছে তার। রবিবার সিরিজের প্রথম ওয়ানডেতে ৪৩ বলে ২৪ রান করেছিলেন তিনি। যেটি তার নামের পাশে একেবারেই ‘বেমানান’। এমন পরিস্থিতিতে তামিমের ব্যাটিংয়ের ধরন নিয়ে অনেকে সমালোচনা করছেন। কেউ কেউ বলছেন, তামিম এমন ধীর গতিতে ব্যাট করছেন কেন?

এমন পরিস্থিতিতে তামিম ইকবালকেই সমর্থন করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি। তামিমের ব্যাটিংয়ে ধরনের মধ্যে তিনি কোনো সমস্যাই দেখছেন না।

সোমবার সিলেটে নেইল ম্যাকেঞ্জি বলেছেন, ‘তামিম জানে তার কী করা দরকার। আমি মনে করি, পাওয়ারপ্লেতে তার আরো দুইটি বাউন্ডারি মারা উচিৎ ছিল। তামিমের জন্য কেউ ব্যাট করতে নামে না। সে নিজেই নিজের ব্যাট করে। সুতরাং, সে ভালো করেই জানে কখন তার কী করা উচিৎ। আমার মনে হয় না, সে খুব স্লো ব্যাট করছে।’

তিনি আরো বলেন, ‘আমরা সবাই জানি, দলে সে কতটা গুরুত্বপূর্ণ। ভালো বলের বিপক্ষে সে ভালো শট খেলে। সে কী করতে পারে তা আমাদের সবারই জানা। গত বছর বিপিএলে আমরা দেখেছি যখন সে সেঞ্চুরি করেছিল।’

ম্যাকেঞ্জি বলেছেন, ‘সে দলের গেম প্ল্যান সম্পর্কে জানে। আমরা এখানে স্কুল শিক্ষক না। আমরা কাউকে বলি না যে, কী শিখতে হবে বা কী করতে হবে? আমরা অপশন দেই, ভাবনা শেয়ার করি, টেকনিক্যাল বিষয় নিয়ে পরামর্শ দেই। আমরা একজন তরুণ ক্রিকেটার সম্পর্কে কথা বলছি না। আমরা একজন সিনিয়র ক্রিকেটারকে নিয়ে কথা বলছি। সে যদি কোনো ভুল করে থাকে তাহলে আমার আপনার আগে সে নিজেই জানে যে, সে ভুল করেছে।’

টাইগাদের ব্যাটিং কোচ বলেছেন, ‘তামিম নিজের উপর অনেক চাপ তৈরি করেছে। সে তার উইকেটকে অনেক গুরুত্ব দেয়। এটাই তাকে সফল করেছে। সে যদি একটি অথবা দুইটি বেশি বাউন্ডারি মারতে পারে তাহলে আপনারাই বলবেন যে, সে স্বরূপে ফিরেছে।’

(ঢাকাটাইমস/২ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :