করোনাভাইরাস বিষয়ক দপ্তর খুলছে জাপান

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা ও শনাক্ত করতে হিমশিম খেতে হচ্ছে অনেক দেশকে। এমন পরিস্থিতিতে নিজেদের দেশে করোনাভাইরাসের কার্যক্রম চালাতে বিশেষ দপ্তর খুলছে জাপান।
বৃহস্পতিবার এই সদরদপ্তর স্থাপনের কাজ শুরু হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। চলতি সপ্তাহে জাপানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এ পরিকল্পনাকে জরুরি অবস্থা জারির উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় মার্চে সংশোধিত নতুন আইন অনুযায়ী, এ রোগ ‘ভয়ানক বিপজ্জনক’ হুমকি হয়ে উঠলে জরুরি অবস্থা জারি করতে পারবেন দেশটির প্রধানমন্ত্রী। জরুরি অবস্থা জারি হলে, স্কুলসহ সব জনসমাগমের স্থান বন্ধ করা এবং মানুষকে বাড়িতে থাকতে নির্দেশ দেওয়ার মতো পদক্ষেপ নিতে হতে পারে।
এখন পর্যন্ত জাপানে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩০৭ জন এবং মৃত্যু হয়েছে ৪৫ জনের। এই সংখ্যা দিন দিন দ্রুত গতিতে বাড়ছে।
ঢাকা টাইমস/২৬মার্চ/একে

মন্তব্য করুন