দিল্লিতে তাবলিগে গিয়ে করোনায় মৃত্যু ৬ জনের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২০, ১১:৫৮| আপডেট : ৩১ মার্চ ২০২০, ১২:২৩
অ- অ+

ভারতের রাজধানী নয়া দিল্লিতে তাবলীয় জামাতে অংশ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ৬ জন নিহত হয়েছেন। সোমবার দেশটির তেলেঙ্গানা রাজ্যের বিভিন্ন হাসপাতালে মৃত্যুবরণ করেন। এর আগে কাশ্মীরেও করোনায় এক ব্যক্তির মৃত্যু হয়। তারা সকলে দিল্লিতে তাবলীগ জামাতে অংশ নিয়েছিলেন।

গত ১ থেকে ১৫ মার্চের মধ্যে দিল্লির ওই মসজিদে অন্তত ২ হাজার মানুষের সমাগম হয়েছিল। দিল্লিতে ওই মসজিদে শুধু ভারত থেকেই নয়; সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কিরগিজিস্তান থেকেও অনেকে অংশ নিয়েছিলেন। ওই তাবলিগ জামাতে অংশ নেয়া ৩ শতাধিক মানুষকে দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়। তারা এখন হাসাপতালে আইসোলেশনে রয়েছেন। খবর এনডিটিভির।

এছাড়া জমায়েতে অংশ নেয়া ১৭৫ জনের করোনা টেস্ট করা হয়েছে এবং অন্তত দুই হাজার জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। দেশটিতে এই প্রথম এক স্থান থেকে এত মানুষের করোনা পরীক্ষা করানো হয়েছে।

ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১২৫১ জন এবং মৃত্যু হয়েছে ৩২ জনের।

ঢাকা টাইমস/৩১মার্চ/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা