করোনার জেরে সর্বস্বান্ত পায়েল

হিন্দি, তামিল, তেলেগু ও কন্নড় ছবির বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ। করোনাভাইরাসের মহামারীর এমন সংকটকালে বড়ই বিপদে পড়েছেন বলে তিনি দাবি করেছেন। লকডাউনের জেরে হাতের সমস্ত কাজ খুইয়ে একেবারে সর্বস্বান্ত হয়ে গেছেন বলেও উল্লেখ করেছেন অভিনেত্রী। শুক্রবার পায়েল তার ইনস্টাগ্রামে এসব কথা জানান।
ইনস্টাগ্রামে পায়েল লিখেছেন, ‘কাজকে খুব মিস করছি। ঘোরাঘুরি, টাকাকড়ি নেই। এমন ভাবে জীবন কাটাতে হবে কোনো দিন কল্পনাও করিনি। কারও জীবনই এখন গোলাপে বিছানো নয়। পরিস্থিতি অনুযায়ী জীবনে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়। লকডাউন মেনে চলা উচিত আমাদের, নিজের ও অন্যের জন্য।’
২০০৮ সালে ইংরেজি ছবি ‘শার্পস পেরিল’-এ অভিনয়ে হাতেখড়ি হয়েছিল কলকাতায় জন্ম নেয়া পায়েল ঘোষের। এর পর একাধিক তামিল, তেলেগু, কন্নড় ছবিতে তিনি কাজ করেছেন। বলিউডে ঋষি কাপুর ও পরেশ রাওয়ালের সঙ্গে ‘পাটেল কি পাঞ্জাবি শাদি’ ছবিতে অভিনয় করেছেন এই নায়িকা।
ঢাকাটাইমস/১৭এপ্রিল/এএইচ

মন্তব্য করুন