টিপস

হোয়াটসঅ্যাপে চ্যাট গোপন রাখতে ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক রাখুন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ মে ২০২০, ০৯:৩৪
অ- অ+

ব্যক্তিগত হোয়াটসঅ্যাপের চ্যাট গোপন রাখতে আগেই আইওএস ফোন ব্যবহারকারীদের জন্য বাড়তি সুরক্ষার ব্যবস্থা করেছিল হোয়াটসঅ্যাপ। এনেছিল ফিঙ্গারপ্রিন্ট লক সুরক্ষা ব্যবস্থা। পরে তা অ্যানড্রয়েডের বেটা ভার্সনে ২.১৯.২২১ আপডেটেও চালু হয়েছে।

হোয়াটসঅ্যাপের চ্যাট সুরক্ষার এই বিশেষ ফিচার বাধ্যতামূলক নয়। ব্যবহারকারী চাইলে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ চ্যাট ফিঙ্গারপ্রিন্ট লক করে সুরক্ষিত রাখতে পারেন। অ্যানড্রয়েডের মার্শম্যালো বা তার পরবর্তী ভার্সানে নতুন এই ফিচার কাজ করবে।

মোট তিনটি অপশনে এই হোয়াটসঅ্যাপ ফিচার ব্যবহার করা যাবে।

প্রথম অপশনে হোয়াটসঅ্যাপ বন্ধ করার সঙ্গে সঙ্গে তা লক হয়ে যাবে। দ্বিতীয় অপশনে হোয়াসটঅ্যাস বন্ধের এক মিনিট পরে ও তৃতীয় অপশনে হোয়াটসঅ্যাপ বন্ধের ৩০ মিনিট পরে চ্যাট আবার লক হয়ে যাবে।

তৃতীয় অপশনটি ব্যবহার করা হলে একবার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে হোয়াসটঅ্যাপ খোলার পর ৩০ মিনিট পর্যন্ত সেটি নিজে থেকে লক হবে না।

যদি গ্রাহক তৃতীয় অপশন ব্যবহার করেন তবে হোয়াটসঅ্যাপ খোলার পর ৩০ মিনিট পর্যন্ত তা নিজে থেকে লক হবে না।

সংস্থার মতে নতুন এই ফিচারে হোয়াটসঅ্যাপ চ্যাট আরও সুরক্ষিত থাকবে। আপাতত বেটা ভার্সনে চলছে এই ফিচার।

হোয়াটসঅ্যাপের স্টেবল ভার্সনে ফিঙ্গারপ্রিন্ট অথন্টিকেশন পৌঁছে যাবে।

(ঢাকাটাইমস/১০মে/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ময়মনসিংহে একযোগে ৬ থানার ওসিকে বদলি
ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের তলানিতে বাংলাদেশ দল
অস্ত্রোপচারের মাধ্যমে বিড়ালের রূপ দেওয়ার ব্যর্থ চেষ্টা তরুণীর!
ফিরোজার পথে খালেদা জিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা