মা-বাবার কবরের পাশে চিরঘুমে কামরান

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জুন ২০২০, ১৫:০৬
অ- অ+

সিলেটে দুটি জানাজা শেষে বাবা-মায়ের কবরের পাশেই দাফন করা হয়েছে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানকে।

সোমবার বেলা ২টার দিকে হযরত মানিকপীর (রহ.) গোরস্থানে দ্বিতীয় জানাজা শেষে কামরানকে দাফন করা হয় বলে জানিয়েছেন তার ছেলে আরমান আহমদ শিপলু।

এর আগে জোহরের নামাজ শেষে নগরের ছড়ারপার জামে মসজিদে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যবিধি মেনে কিছু সংখ্যক মানুষ জানাজার নামাজে অংশগ্রহণ করলে জানাজাস্থলেই বাইরে ছিলো হাজারো মানুষের ঢল।

সিলেটে বর্ষীয়ান এই রাজনীতিবিদকে শেষ বিদায় নিতে করোনার ভয় উপেক্ষা করে তার বাসায় জড়ো হন সর্বস্তরের মানুষ। তারা প্রয়াত এই নেতার মাগফেরাত কামনা করেন।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে কামরানের মরদেহ ঢাকা থেকে ছড়ারপারের বাসভবনে এসে পৌঁছায়। মরদেহ পৌঁছার সঙ্গে সঙ্গে আগে থেকেই বাসার সামনে অপেক্ষমাণ আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয় লোকজন একনজর দেখার জন্য অ্যাম্বুলেন্স ঘিরে ধরেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন সিলেট সিটির দুইবারের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ঢাকাটাইমস/১৫জুন/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে দুই ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন, জরিমানা ২ লাখ
পুলিশের এসপি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি, ১০ জন পেলেন অতিরিক্ত ডিআইজির দায়িত্ব
ট্রাম্পের নতুন আইন, অন্য দেশে রেমিট্যান্স পাঠাতে লাগবে পাঁচ শতাংশ কর
সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে সার্চ কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা