ফরিদপুরে করোনায় প্রথম পুলিশ সদস্যের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুন ২০২০, ১৭:৪৭

ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনিই ফরিদপুরে কর্মরত প্রথম পুলিশ সদস্য যিনি করোনায় মারা গেলেন।

মৃত্যুবরণকারী ওই পুলিশ সদস্যের নাম হাফিজুর রহমান (৫৩)। তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের ঘাষিয়ারা গ্রামের মৃত রজব আলী মোল্লার ছেলে।

হাফিজুর রহমান পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে ফরিদপুর সদর কোর্টে কর্মরত ছিলেন। তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গত ২৫ জুন তিনি নমুনা দেন। গত ২৮ জুন তার করোনা শনাক্ত হয়। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ওইদিন রাতে তাকে ফরিদপুর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তেজগাঁ ইন পালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাত ৩টার দিকে মারা যান তিনি।

ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, ফরিদপুর জেলা পুলিশের ১৩২ জন সদস্যের এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে পুলিশের উপ-পরিদর্শক হাফিজুর রহমান মারা গেছেন।

(ঢাকাটাইমস/৩০জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :