আইপিএলের সেরা একাদশ বেছে নিলেন ডি ভিলিয়ার্স

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২০, ০৮:০৮| আপডেট : ০২ জুলাই ২০২০, ১২:৪৯
অ- অ+

আইপিএলে তার পছন্দের সর্বকালের সেরা একাদশের অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিংহ ধোনিকে বেছে নিলেন এবি ডিভিলিয়ার্স। তিনি এই দলে চার বিদেশির মধ্যে নিজেকে রেখেছেন। বাকি তিন বিদেশি হলেন বেন স্টোকস, রশিদ খান ও কাগিসো রাবাডা।

একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটে ধারাভাষ্যকার হর্ষ ভোগলের সঙ্গে কথোপকথনের সময় ডিভিলিয়ার্স জানিয়েছেন, ‘আমি এই দলের চার নম্বর ব্যাটসম্যান হিসেবে স্টিভ স্মিথ ও কেন উইলিয়ামসনের কথাও ভেবেছিলাম। তবে শেষপর্যন্ত নিজেকেই বেছে নিয়েছি। ওদের পরিবর্ত হিসেবে রেখেছি।’

এই দলের ওপেনার হিসেবে দিল্লি ডেয়ারডেভিলসের প্রাক্তন সতীর্থ বীরেন্দ্র শেওয়াগ ও মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মাকে বেছে নিয়েছেন ডিভিলিয়ার্স। তার মতে, গত পাঁচ বছরে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার রোহিত। তিন নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সতীর্থ বিরাট কোহলিকে রেখেছেন ডিভিলিয়ার্স। পাঁচ নম্বরে স্টোকস। ৬ নম্বরে ধোনি। সাত নম্বরে রবীন্দ্র জাডেজা। আট নম্বরে আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ। এরপর যথাক্রমে ভুবনেশ্বর কুমার, রাবাডা ও জসপ্রীত বুমরাহ।

ডি ভিলিয়ার্সের আইপিএল একাদশ: বীরেন্দ্র শেওয়াগ, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স/কেন উইলিয়ামসন/স্টিভ স্মিথ, বেন স্টোকস, মহেন্দ্র সিংহ ধোনি, রবীন্দ্র জাডেজা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, কাগিসো রাবাডা ও জসপ্রীত বুমরাহ।

(ঢাকাটাইমস/০২ জুলাই/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Blending the Education with Nature
বর্ষায় রোগভোগ কাবু করে ফেলে শরীরকে, সুস্থ থাকতে যা খাবেন এবং যা খাবেন না
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ আজ, ফল জানবেন যেভাবে
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা