মাস্ক দিয়ে লজ্জাস্থান ঢেকে রাস্তায় ব্রিটিশ যুবক!

বিবস্ত্র অবস্থায় মাস্ক দিয়ে লজ্জাস্থান ঢেকে লন্ডনের রাস্তায় প্রদক্ষিণ করতে দেখা গেছে এক ব্রিটিশ যুবককে। ব্রিটিশ সরকারের মাস্ক পরা বাধ্যবাধকতামূলক করার প্রতিবাদ হিসেবে ওই যুবক এমন কাজ করেছেন বলে মনে করা হচ্ছে।
শনিবার সেন্ট্রাল লন্ডনের ব্যস্ততম এলাকা অক্সফোর্ড স্ট্রিটে ওই যুবকের এমন প্রতিবাদের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত বিশ্ব। অর্থনৈতিক ধস ঠেকাতে নিষেধাজ্ঞা শিথিল করলেও মাস্ক পরাসহ যথাযথ স্বাস্থ্যবিধি মানতে বিভিন্ন দেশ কঠোর অবস্থান নিয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে বেশিরভাগ দেশ।
সম্প্রতি ঘর থেকে বের হলেই মাস্ক পরতে হবে বলে আদেশ জারি করেছে ব্রিটিশ সরকার। ঘরের বাইরে মাস্ক না পরলে ১০০ পাউন্ড জরিমানারও বিধান রাখা হয়েছে। এছাড়া মাস্ক ছাড়া কেউ গণপরিবহন বাস-ট্রেনে উঠতে পারবেন না এবং শপিংমলে প্রবেশ করতে পারবেন না বলেও জানিয়েছে ব্রিটিশ সরকার।
ব্রিটেনে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন দুই লাখ ৯৯ হাজার ৪২৬ জন এবং মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৭৫২ জনের।
ঢাকা টাইমস/২৭জুলাই/একে

মন্তব্য করুন