অ্যাবের ইচ্ছা সংবিধান সংস্কার করুক তার উত্তরসূরি

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ২৮ আগস্ট ২০২০, ১৮:০৪
অ- অ+

স্বাস্থ্যগত সমস্যার কারণ দেখিয়ে শুক্রবার পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। অ্যাবের এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে, নাকি পরবর্তী কেউ দায়িত্ব নেওয়া পর্যন্ত তিনি দায়িত্বে বহাল থাকবেন এই বিষয়টি এখনও পরিষ্কার নয়। এছাড়া, তার উত্তরসূরির বিষয়েও এখনও সুস্পষ্ট কিছু জানা যায়নি। খবর বিবিসির।

তবে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ ঘোষণাকালে এক সংবাদ সম্মেলনে অ্যাবে বলেন, “আমি বিশ্বাস করি যিনি আমার উত্তরসূরি হবেন, তিনি প্যাসেপিস্ট সংবিধান সংস্কারে উদ্ভূত পরিস্থিতি ভালোভাবে মোকাবেলা করবেন”। খবর রয়টার্সের।

তবে জাপানের আইন বলছে, যদি অ্যাবে তার দায়িত্ব পালনে অসমর্থ হন তাহলে অনিদিষ্টকালের জন্য সাময়িকভাবে একজন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ক্ষমতার ভার নেবেন।

বিবিসি বলছে, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন দেশটির সরকারের অর্থমন্ত্রী ও ডেপুটি প্রধানমন্ত্রী টারো আসো। টারোর পরপরই উচ্চারিত হচ্ছে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়ুসোহিডি সুগার নাম।

সংবাদমাধ্যমটি বলছে, অ্যাবে চেয়েছিলেন তার সময়কালে তিনি জাপানের প্যাসিপিস্ট সংবিধানের সংস্কার করবেন। যেটি দেশটিতে নানা বির্তকের জন্ম দিয়েছিল। কিন্তু তার এই পদত্যাগের কারণে সংস্কারের সেই উদ্যোগে এখন ভাটা পড়ল।

ঢাকাটাইমস/২৮আগস্ট/এনএইচএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
বাংলাদেশি তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
সরকার অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণা করবে, প্রত্যাশা তারেক রহমানের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা