সালমান খান আইসোলেশনে

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২০, ১৪:৪৭| আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১৫:৪৭
অ- অ+

মহামারি করোনা এবার থাবা বসাল বলিউড ‍সুপারস্টার সালমান খানের পরিবারে। ভারতীয় মিডিয়ার খবর বলছে, ভাইজানের গাড়ি চালক অশোক করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া অভিনেতার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের আরও দুই কর্মীও এই মারণ ভাইরাসে আক্রান্ত। তাদের বম্বে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর পরই সালমান খান নিজেকে গৃহবন্দি করে ফেলেছেন। অর্থাৎ আইসোলেশনে রয়েছেন ‘দাবাং’ খান। সালমানের পাশাপাশি তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের অন্য বাসিন্দারাও নিজেদের আইসোলেশনে রাখছেন বলে খবর। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত সালমান খান নিজে এখনও সুস্থই রয়েছেন।

কাজের ক্ষেত্রে প্রভুদেবার পরিচালনায় সম্প্রতি ‘রাধে’ ছবির শুটিং শেষ করেছেন সালমান খান। সেখানে তার নায়িকা দিশা পাটানি। বর্তমানে ‘বিগ বিস ১৪’ সিজনের শুটিং করছিলেন ভাইজান। তবে নিজেকে গৃহবন্দি করায় এখন তিনি কীভাবে অনুষ্ঠানটির শুটিং করবেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

অন্যদিকে সালমানের গোটা পরিবার তার বাবা সেলিম খান এবং মা সালমা খানের বিবাহবার্ষিকীর অনুষ্ঠান পালনের জন্য প্রতিবারের মতো এবারও মুখিয়ে রয়েছেন। কিন্তু বাড়িতে করোনাভাইরাসের আচমকা হানায় সেই অনুষ্ঠানটি পালন নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

ঢাকাটাইমস/১৯নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে বিএমএসএফ
বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ৩২, আইসিইউতে মারা গেল ৯ বছরের শিশু নাফি
ড. ইউনূসের পাশে বিএনপি-জামায়াতসহ চার দল, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক
নিহত শিক্ষক মাহরিন চৌধুরী চিরনিদ্রায় শায়িত, ছিলেন জিয়াউর রহমানের ভাতিজি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা