সাবেক চসিক মেয়র নাছির করোনামুক্ত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন করোনামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার তার করোনা রিপোর্ট নেগেটিভে এসেছে বলে ঢাকাটাইমসকে তিনি নিশ্চিত করেন।
সাবেক মেয়র বলেন, আমি আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি। নগরবাসীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করি। নগরবাসীর দোয়ায় আমি আবারো আপনার কাছে ফিরে আসতে পেরেছি।
তিনি আরো বলে, একজন রাজনীতিকের পরীক্ষা হয়ে থাকে দুঃসময়ে। দুঃসময়ে যারা নিজের নিরাপত্তার কথা চিন্তা করে জনগণের নিকট থেকে দূরে থাকেন, তারা কখনো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পারে না। নগরবাসী জানেন, আমি চেষ্টা করেছি বৈশ্বিক মহামারির দুর্যোগময় মুহূর্তে নগরবাসীর পাশে ছিলাম এবং আগামীতেও থাকব।
তিনি বলেন, ব্যক্তিগত উদ্যোগে প্রায় ১৩ হাজার পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছি। এছাড়া সরকারের পক্ষ থেকে আসা ত্রাণ সামগ্রী সুষ্ঠুভাবে বিতরণ করেছি ওয়ার্ডভিত্তিক ও এলাকাভিত্তিক স্থানীয় নেতাকর্মীদের নিয়ে।
সাবেক চসিক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের ১৮ নভেম্বর করোনা রিপোর্ট পজিটিভ আসে।
(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এলএ)

মন্তব্য করুন