ফের হলমার্ক কেলেঙ্কারির অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২০, ১৮:৩৯

দেশের সবচেয়ে আলোচিত হলমার্ক অর্থ ঋণ কেলেঙ্কারির ঘটনা সাত বছর স্থগিত থাকার পর নতুন করে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কমিশনের পরিচালক মীর মোহাম্মদ জয়নাল আবেদীন শিবলীর নেতৃত্বে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অনুসন্ধান দল হলমার্কের ঋণ কেলেঙ্কারির নন-ফান্ডেড (ঋণ সুবিধা) অংশটি অনুসন্ধান করবে।

মোজাম্মেল হক খান বলেন, ‘হলমার্কের অর্থ কেলেঙ্কারির বিষয় দুদক পুনরায় অনুসন্ধান শুরু করেছে। ঋণ কেলেঙ্কারির নন-ফান্ডেড (ঋণ সুবিধা) ওপরে সে সময় একটি মামলাও দায়ের করেছিল দুদক। সে বিষয়টিই তদন্ত করা হবে।’

দুদক সূত্রে জানা গেছে, ঋণ সুবিধার অংশ হিসেবে জালিয়াতি করে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা ঋণ নিয়েছিল হলমার্ক। পরে ২০১২ সালে হলমার্কের বিরুদ্ধে মোট ৩৮টি মামলা করে দুদক। সবগুলো মামালায় সেসময় চার্জশিট দেয়া হয়।

অন্যদিকে ২০১০ সাল থেকে ২০১২ সালের মধ্যে নন-ফান্ডেড যে এক হাজার ২০০ কোটি টাকা ঋণসুবিধা নিয়েছিল, সেটির তদন্ত তখন স্থগিত রাখা হয়েছিল।

ঋণের নন-ফান্ডেড অংশের আওতায় সোনালী ব্যাংকের ব্যাক-টু-ব্যাক ক্রেডিট চিঠি গ্রহণের পরে কমপক্ষে ৩৭টি দেশি ও বিদেশি ব্যাংক হলমার্ক গ্রুপকে ঋণ সুবিধা দিয়েছিল।

বিপুল অংকের এই ঋণ কেলেঙ্কারি ঘটনায় অনুসন্ধান চলাকালে ২০১৪ সালে ব্যাংক কর্তৃপক্ষ সেসময় নন-ফান্ডেড অংশের ঋণ আদায়ের সুবিধার্থে দুদকের তদন্ত স্থগিত রাখতে অনুরোধ করে। সেই তদন্ত আবার শুরু হচ্ছে।

(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এসআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন প্রধানমন্ত্রী 

রাজধানীতে ট্রাফিক এডুকেশন সেন্ট্রার চালু করছে ডিএমপি

রেমালের তাণ্ডব: তিন উপজেলায় নির্বাচন স্থগিত

রাষ্ট্রপতির কাছে তিন দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

জাপানে বাংলাদেশের অর্থায়নে নির্মিত শান্তি স্মৃতিস্তম্ভের উদ্বোধন

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২ জুন, শতভাগ অনলাইনে

মৌসুমের আগেই নিয়ন্ত্রণের বাইরে রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি, উচ্চ ঝুঁকিতে ১৮ ওয়ার্ড

ঘূর্ণিঝড় রেমাল: উদ্ধার কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে ফায়ার ফাইটারের মৃত্যু

উপজেলা নির্বাচন: সারাদেশে ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকার বাতাসের নজিরবিহীন উন্নতি 

এই বিভাগের সব খবর

শিরোনাম :