রেসিংয়ে নামছেন শুমাখারের ছেলে মিক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২০, ১৫:৫৭

মাইকেল শুমাখারের ছেলে মিক শুমাখার পরের মৌসুমে নামবেন ফর্মুলা ওয়ান রেসিংয়ে। আগামী বছর ২১ বছর বয়সিকে দেখা যাবে হাস দলের হয়ে।

মিকের অংশ নেওয়া মানে কিংবদন্তি শুমাখার পদবী আবার দেখা যাবে ফর্মুলা ওয়ানে। যা সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয়ে পরিণত হয়েছে। হাস দল জানিয়ে দিয়েছে যে বেশ কয়েক বছরের চুক্তিতে মিক শুমাখার যোগ দিতে চলেছেন।

এর আগে এই মৌসুমে ফর্মুলা ২ রেসিংয়ে শিরোনামে এসেছেন মিক। সেখানে সাফল্য পেয়েছিলেন তিনি। ফর্মুলা ২–এ এটা ছিল মিকের দ্বিতীয় বছর। ২০১৮ সালে তিনি ফর্মুলা ৩ ইওরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। ২০১৯ সালে ফেরারি অ্যাকাডেমিতে যোগ দেওয়ার পর ক্রমশ উন্নতি করে চলেছেন তিনি। যার ফল হিসেবে পরের মৌসুমে তাকে দেখা যাবে ফর্মুলা ওয়ানে।

এর আগে মিকের বাবা ও কাকা ফর্মুলা ওয়ান রেসিংয়ে সাফল্য পেয়েছেন। বাবা মাইকেল শুমাখারকে সর্বকালের সেরা রেসারদের অন্যতম হিসেবে ধরা হয়। তিনি সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন। আর মিকের কাকা রালফ শুমাখারও ১৯৯৭ থেকে ২০০৭ সালের মধ্যে ৬ বার জিতেছেন।

২০১৩ সালে আল্পস পর্বতে স্কি করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন মাইকেল শুমাখার। তারপর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি। তাকে সুস্থ করে তোলার জন্য পরিবার সবরকম চেষ্টা করছে বলে জানিয়েছিলেন মিকের মা কোরিন্না।

(ঢাকাটাইমস/০৩ ডিসেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ঢাকায় বঙ্গবন্ধু কাপ কাবাডি টুর্নামেন্ট, অংশ নিচ্ছে তিন মহাদেশের ১২ দল

বাইরের দেশে বাংলাদেশের ক'জন খেলোয়াড় খেলে, প্রশ্ন নান্নুর

মিতব্যয়ী বোলিংয়ে ইতিহাস গড়লেন রিশাদ হোসেন

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে বিপাকে ভারত, দলে থাকছেন না দুই তারকা

এই প্রথম সাকিব-মুস্তাফিজকে ছাড়া ফাইনাল খেলছে কলকাতা-হায়দরাবাদ

বাংলাদেশ অনেক ভালো দল, আপনারা তাদের চাপে রাখেন : স্টুয়ার্ট ল

আন্তর্জাতিক ক্রিকেটে যে রেকর্ড শুধুই সাকিবের

আইপিএল ফাইনাল: কলকাতার হ্যাটট্রিক শিরোপা নাকি হায়দরাবাদের দ্বিতীয়?

পিএসজিতে ক্যারিয়ারের শেষ ম্যাচে শিরোপা উৎসব এমবাপ্পের 

সিরিজ হারের পর দলের অবস্থা কেমন ছিল, জানালেন তানজিদ তামিম

এই বিভাগের সব খবর

শিরোনাম :