প্রথমবারের মতো বাংলাদেশ গেমসে মেয়েদের ক্রিকেট

খেলা ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১৯:৫০ | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২১, ১৯:৪৩

দেশের সবচেয়ে বড় ক্রীড়া আসর বাংলাদেশ গেমসে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হলো মেয়েদের ক্রিকেট। এই উদ্দেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) চারটি দল গঠন করেছে। উল্লেখ্য, করোনার কারণে প্রায় এক বছর পিছিয়ে গেছে বাংলাদেশ গেমস। এপ্রিলে শুরু হওয়ার কথা রয়েছে।

বিসিবির উইমেন্স উইং ইনচার্জ তৌহিদ মাহমুদ এক সাক্ষাৎকারে বলেন, ‘জাতীয় দল, ইমার্জিং দল ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের সমন্বয়ে বাংলাদেশ গেমসের জন্য চারটি দল গঠন করা হবে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি সংস্করণের ক্রিকেট ইভেন্ট হবে। সূচি নিয়ে একটি বৈঠকের কথা রয়েছে। আগে খেলে ফেললে আমাদের জন্য ভালো হয়।’

মার্চের ২৮ তারিখে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল ঢাকায় আসার কথা রয়েছে। তাই বাংলাদেশ গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্টটি আগেই শেষ করার পরিকল্পনা চলছে।

সূচি এগিয়ে এলে ঘরোয়া আসরের মাধ্যমে সালমা-রুমানারা নিতে পারবে বিদেশি দলের বিপক্ষে লড়ার প্রস্তুতি। কেননা ২০১৯ সালের মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে ফিরে আসার পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা হয়নি মেয়েদের।

ঢাকাটাইমস/২৩জানুয়ারি/ এমএম

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :