পঞ্চম দিনে বিএসএমএমইউতে টিকা নিয়েছেন ১৮৩৪ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৪

টিকাদান কর্মসূচির পঞ্চম দিন আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ১৮৩৪ জন টিকা নিয়েছেন। এ নিয়ে প্রায় পাঁচহাজার জন টিকা নিলেন এই হাসপাতাল থেকে।

বুধবার বিএসএমএমইউয়ের কনভেশন সেন্টারের আটটি বুথ থেকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে এক হাজার ৮৩৪ জন টিকা নেন।

গতকাল মঙ্গলবার টিকা নিয়েছেন এক হাজার ৪৯৭ জন। এর আগে গত ২৮ জানুয়ারি প্রথম দিনে ১৯৯ জন কোভিড-১৯ এর ভ্যাকসিন নিয়েছিলেন। সব মিলিয়ে এই সেন্টারে চার হাজার ৯৮৮ জন কোভিড-১৯ এর ভ্যাকসিন বা টিকা নিয়েছেন। কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হওয়ার পর আজকে পঞ্চম দিনে সর্বোচ্চ সংখ্যক এক হাজার ৮৮৮ জনকে টিকা দেয়া হয়েছে।

পঞ্চম দিনেও বিচারপতি, ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ দেশের বিশিষ্ট জনেরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ টিকা নিয়েছেন।

গত ২৮ জানুয়ারি বিএসএমএমইউয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া টিকা নেয়ার মধ্য দিয়ে কনভেনশন সেন্টারের কোভিড-১৯ টিকাদান কর্মসূচির সূচনা হয়।

বিএসএমএমইউয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া কোভিড-১৯ টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে নিয়মিত খোঁজ-খবর রাখছেন।

বুধবার বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ ও বক্ষব্যধি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আতিকুর রহমান কনভেনশন সেন্টারের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় বিএসএমএমইউয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. জুলফিকার আহমেদ আমিন, অতিরিক্ত পরিচালক মো. নাজমুল করিম মানিক, সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এএ

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

শিবনারায়ণ দাশের চোখে আলো দেখছেন মশিউর-আবুল কালাম

মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী

বিএমডিসি ছাড়া ‘ভুল চিকিৎসা’ বলার অধিকার কারো নেই: স্বাস্থ্যমন্ত্রী 

নারী মাদকসেবীদের চিকিৎসায় দশ বছরে আহ্ছানিয়া মিশন

সুস্থ আছেন জোড়া মাথা আলাদা করা দুই শিশু: স্বাস্থ্যমন্ত্রী

রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করব না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা, ঢাকা কতটা ঝুঁকিতে?

বিশ্ব ম্যালেরিয়া দিবস: জানুন মশাবাহিত এ রোগ প্রতিরোধের উপায়

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

এই বিভাগের সব খবর

শিরোনাম :